শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাত্র ১০ ঘণ্টা ফেরি চলাচল করায় বিপাকে পড়ছেন যাত্রীরা। নৌপথে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাত্র ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় ঢাকাগামী ও দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
নির্ধারিত সময়ে ঘাটে উপস্থিত হতে না পারলে সেদিনের মতো আর পার হওয়ার সুযোগ থাকছে না। ফলে ফিরে যেতে হচ্ছে। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে ঘাটে পৌঁছানোর জন্য একযোগে অসংখ্য গাড়ি চলে আসলে ফেরি স্বল্পতার কারণে পর্যাপ্ত গাড়ি পার হতে পারছে না। ফলে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাবাজার ঘাট দিয়ে ঢাকাগামী ছোট যানবাহনের চালকেরা ফেরি চলাচলের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন।
বরিশাল থেকে আসা একটি প্রাইভেট কারের চালক বলেন, ‘আসলে চারটা পর্যন্ত সময়ে চলতে হলে ফেরির সংখ্যা বাড়ানো উচিত। মাত্র চারটি ফেরি দিয়ে জোড়াতালি করে চালানোর কোনো মানে হয় না। ফেরি বাড়ালে যাত্রীদের দুর্ভোগ কমে আসবে।’
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দ্বিতীয় ধাপে টানা ২৮ দিন বন্ধ থাকার পর গত ৮ নভেম্বর দুপুর থেকে ফেরি চলাচল শুরু করেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেরি চালু হওয়ায় এই অঞ্চলের যাত্রীদের ঢাকা যাওয়ার যে দুর্ভোগ ছিল তা দূর হয়। তবে মাত্র ৪ /৫টি ফেরি সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলাচল করায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকার সঙ্গে স্বল্প দূরত্ব থাকায় এই নৌরুটে গাড়ির চাপ বেশিই থাকে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পারাপার হওয়ার জন্য গাড়ির চাপ বেড়ে যায় ঘাটে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ জানান, ‘আপাতত আগের নিয়মেই সীমিত আকারে ফেরি চলবে। ফেরিতে শুধু ছোট যানবাহন করা হচ্ছে। শৃঙ্খলার সঙ্গেই পারাপার হচ্ছে।’
মাত্র ১০ ঘণ্টা ফেরি চলাচল করায় বিপাকে পড়ছেন যাত্রীরা। নৌপথে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাত্র ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় ঢাকাগামী ও দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
নির্ধারিত সময়ে ঘাটে উপস্থিত হতে না পারলে সেদিনের মতো আর পার হওয়ার সুযোগ থাকছে না। ফলে ফিরে যেতে হচ্ছে। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে ঘাটে পৌঁছানোর জন্য একযোগে অসংখ্য গাড়ি চলে আসলে ফেরি স্বল্পতার কারণে পর্যাপ্ত গাড়ি পার হতে পারছে না। ফলে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাবাজার ঘাট দিয়ে ঢাকাগামী ছোট যানবাহনের চালকেরা ফেরি চলাচলের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন।
বরিশাল থেকে আসা একটি প্রাইভেট কারের চালক বলেন, ‘আসলে চারটা পর্যন্ত সময়ে চলতে হলে ফেরির সংখ্যা বাড়ানো উচিত। মাত্র চারটি ফেরি দিয়ে জোড়াতালি করে চালানোর কোনো মানে হয় না। ফেরি বাড়ালে যাত্রীদের দুর্ভোগ কমে আসবে।’
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দ্বিতীয় ধাপে টানা ২৮ দিন বন্ধ থাকার পর গত ৮ নভেম্বর দুপুর থেকে ফেরি চলাচল শুরু করেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেরি চালু হওয়ায় এই অঞ্চলের যাত্রীদের ঢাকা যাওয়ার যে দুর্ভোগ ছিল তা দূর হয়। তবে মাত্র ৪ /৫টি ফেরি সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলাচল করায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকার সঙ্গে স্বল্প দূরত্ব থাকায় এই নৌরুটে গাড়ির চাপ বেশিই থাকে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পারাপার হওয়ার জন্য গাড়ির চাপ বেড়ে যায় ঘাটে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ জানান, ‘আপাতত আগের নিয়মেই সীমিত আকারে ফেরি চলবে। ফেরিতে শুধু ছোট যানবাহন করা হচ্ছে। শৃঙ্খলার সঙ্গেই পারাপার হচ্ছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪