Ajker Patrika

ফেরি চলাচলের সময় স্বল্পতায় বিপাকে যাত্রীরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ৫২
ফেরি চলাচলের সময় স্বল্পতায় বিপাকে যাত্রীরা

মাত্র ১০ ঘণ্টা ফেরি চলাচল করায় বিপাকে পড়ছেন যাত্রীরা। নৌপথে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাত্র ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় ঢাকাগামী ও দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

নির্ধারিত সময়ে ঘাটে উপস্থিত হতে না পারলে সেদিনের মতো আর পার হওয়ার সুযোগ থাকছে না। ফলে ফিরে যেতে হচ্ছে। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে ঘাটে পৌঁছানোর জন্য একযোগে অসংখ্য গাড়ি চলে আসলে ফেরি স্বল্পতার কারণে পর্যাপ্ত গাড়ি পার হতে পারছে না। ফলে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাবাজার ঘাট দিয়ে ঢাকাগামী ছোট যানবাহনের চালকেরা ফেরি চলাচলের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন।

বরিশাল থেকে আসা একটি প্রাইভেট কারের চালক বলেন, ‘আসলে চারটা পর্যন্ত সময়ে চলতে হলে ফেরির সংখ্যা বাড়ানো উচিত। মাত্র চারটি ফেরি দিয়ে জোড়াতালি করে চালানোর কোনো মানে হয় না। ফেরি বাড়ালে যাত্রীদের দুর্ভোগ কমে আসবে।’

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দ্বিতীয় ধাপে টানা ২৮ দিন বন্ধ থাকার পর গত ৮ নভেম্বর দুপুর থেকে ফেরি চলাচল শুরু করেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেরি চালু হওয়ায় এই অঞ্চলের যাত্রীদের ঢাকা যাওয়ার যে দুর্ভোগ ছিল তা দূর হয়। তবে মাত্র ৪ /৫টি ফেরি সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলাচল করায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকার সঙ্গে স্বল্প দূরত্ব থাকায় এই নৌরুটে গাড়ির চাপ বেশিই থাকে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পারাপার হওয়ার জন্য গাড়ির চাপ বেড়ে যায় ঘাটে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ জানান, ‘আপাতত আগের নিয়মেই সীমিত আকারে ফেরি চলবে। ফেরিতে শুধু ছোট যানবাহন করা হচ্ছে। শৃঙ্খলার সঙ্গেই পারাপার হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত