Ajker Patrika

ইত্যাদি এবার মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লায়

ইত্যাদি এবার মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লায়

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী প্রত্ননিদর্শন ইদ্রাকপুর কেল্লায়। কেল্লার আদলে সেখানে তৈরি করা হয়েছিল ভাসমান মঞ্চ। এবারের অনুষ্ঠানে মুন্সিগঞ্জের সন্তান সংগীতশিল্পী তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান। কবির বকুলের লেখায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। রয়েছে মুন্সিগঞ্জ জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। এ গানে কণ্ঠ দিয়েছেন পুলক ও তানজিনা রুমা।

দর্শক পর্বে অংশ নিয়েছেন মুন্সিগঞ্জের দুই খ্যাতিমান সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও বালাম। আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর ও পিলু মমতাজের জনপ্রিয় গানের অংশবিশেষ শুনিয়েছেন তাঁরা। এ ছাড়া থাকবে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি নাটিকা। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, শাহেদ আলী ও শামীম আহমেদ।

প্রতিবেদন পর্বে রয়েছে মুন্সিগঞ্জের ঐতিহ্যে পরিণত হওয়া টিনের ঘর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। এ ছাড়া বরগুনা জেলার তালতলী উপজেলার একটি গ্রামের চার বোনের জীবন চিত্র তুলে ধরা হয়েছে, মাছ ধরে যাঁরা জীবিকা নির্বাহ করেন। থাকবে আমেরিকার শিকাগো শহরের ওপর একটি প্রতিবেদন।

মুন্সিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনস্তাত্ত্বিক জাদু প্রদর্শন করেছেন প্রবাসী জাদুশিল্পী ফারহানুল ইসলাম, যিনি ব্রাউন ম্যাজিক নামেই বেশি পরিচিত।
এ ছাড়া সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। টেলিভিশনে বিকৃত উচ্চারণ এবং ভাষা ব্যঙ্গ, ভিউ দিয়ে শিল্পীর মান বিচার, সততার শিক্ষা, অনলাইন যেখানে অফলাইন, তৈল বনাম ভাগ্যগুণ, কৃষকের কথা, অপ্রিয় সত্যসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। 
ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ২৮ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত