Ajker Patrika

তেরখাদার শেখপুরা-আনন্দনগর সড়কে চলা দায়

রাসেল আহমেদ, তেরখাদা
আপডেট : ০৮ জুন ২০২২, ১৩: ২৩
Thumbnail image

সংস্কারের অভাবে দুই বছর ধরে বেহাল হয়ে পড়েছে তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরা-আনন্দনগর সড়কটি। সড়কটির পিচ ও খোয়া উঠে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।

জানা গেছে, আলাইপুর বাজার হয়ে রূপসা উপজেলা যাতায়াতের একমাত্র সড়ক এটি। এর বেশির ভাগ জায়গায় পিচ ও খোয়া না থাকায় পাকা রাস্তা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে।

বর্তমানে ইঞ্জিনচালিত ও মালবাহী যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নছিমন চালক রায়হান জানান, সড়কের অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে মালামাল নিয়ে যাতায়াত করতে পারছি না। সড়কের বেশির ভাগ জায়গায় যাত্রী নামিয়ে নিয়ে চলতে হচ্ছে। বেহাল এ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শারাফাত হোসেন বলেন, শেখপুরা-আনন্দনগর ও আলাইপুর বাজার হয়ে রূপসা উপজেলাসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম এ সড়কটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

তাই মাত্র ২ কিলোমিটারের সড়কটি জরুরি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় বলেন, সড়কটির অবস্থা সত্যিই শোচনীয়। দ্রুততম সময়ের মধ্যেই এটি সংস্কারের কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে অবৈধ দখলে চলে গেছে তেরখাদা উপজেলা সদরের কাটেংগা বাজার, জয়সেনা বাজার ও তেরখাদা বাজারের অধিকাংশ ফুটপাত। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ চলাচলকারী লোকজনের। সড়কে চলবে গাড়ি আর ফুটপাত দিয়ে চলবে পথচারি, এটাইতো হওয়ার কথা। সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের কাটেংগা বাজার, জয়সেনা বাজার ও তেরখাদা বাজারের মূল সড়কসহ বিভিন্ন ধরনের দোকানপাট, রাস্তার ফুটপাত দখল হয়ে গেছে। উপজেলা সদরের কাটেংগা বাজারের তেরখাদা টু খুলনা সড়কের দু’পাশে প্রতিদিন বিভিন্ন প্রকার ভ্রাম্যমাণ দোকান বসছে। কাটেংগা থেকে গাজিরহাট সড়কের দু’পাশে ইজিবাইক ও ভ্যান রেখে ফুটপাত দখল করে রেখেছে। বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় ফুটপাত দখল করে রেখেছে টেম্পু, ইজিবাইক, লেগুনা ও ভ্যান।

নাম প্রকাশ না করার শর্তে এক পথচারি বলেন, জয়সেনা বাজারের রাস্তার দু’পাশে দখল করে রেখেছে ভ্যান ইজিবাইক, তেরখাদা বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করেছে ব্যবসায়ী, ভ্যান, ইজিবাইক ও বিভিন্ন প্রকার দোকানদারেরা। ফুটপাত দখল হওয়ার কারণে মূল সড়ক দিয়ে চলে গাড়ি ও মানুষ। এমন অবস্থায় রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত