Ajker Patrika

পানিতে ডুবে মৃতদের ৯৪ শতাংশই শিশু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ৪১
পানিতে ডুবে মৃতদের ৯৪ শতাংশই শিশু

চাঁদপুর জেলায় গত ২৩ মাসে ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৯ জনই শিশু। সে হিসেবে পানিতে ডুবে মৃতদের ৯৪ শতাংশই শিশু। জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। ‘পানিতে ডুবে মৃত্যু’ শীর্ষক দুই দিনব্যাপী এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় গত শনিবার বেসরকারি সংস্থা ‘সমষ্টি’ এ তথ্য জানিয়েছে।।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, ‘২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত জেলায় পানিতে ডুবে মোট ৩৯টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় তিনি বলেন, ‘পানিতে পড়ে শিশু মৃত্যু বিষয়ে গবেষণা হওয়া উচিৎ। পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

অঞ্জনা খান মজলিশ আরও বলেন, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যু একটি পরিবারের জন্য খুবই দুঃখজনক। পরিবারে মানবিক বিপর্যয় নেমে আসে। দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।’

সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ঈসা রুহুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ‘সমষ্টি’র গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক।

প্রশিক্ষণের সমন্বয়ক আলম পলাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত