Ajker Patrika

ফতুল্লায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৫: ৩১
ফতুল্লায় স্ত্রীকে গলা কেটে  হত্যা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাবেয়া বেগম (৩৫) নামের অন্তঃসত্ত্বা এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার হরিহরপাড়া এলাকার শান্তিনগর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে স্বামী সোহেল আহমেদ তপুকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী রাবেয়া বেগম ভোলা জেলার দক্ষিণ আইচা থানার তাল্লুককান্দা এলাকার তোফাজ্জল সিকদারের মেয়ে। গ্রেপ্তার হওয়া সোহেল বরিশাল জেলার কোতোয়ালি থানার চর নিহারগঞ্জ এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। তাঁরা চার সন্তান নিয়ে শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, নিহত রাবেয়ার সঙ্গে তাঁর স্বামী সোহেলের মনোমালিন্য ছিল। তাঁরা পৃথক স্থানেও ছিলেন কিছুদিন। গত সোমবার রাতে নিহত রাবেয়ার স্বামীকে ঘরে প্রবেশ করতে দেখেছেন স্থানীয় ব্যক্তিরা। গতকাল মঙ্গলবার সকালে রাবেয়ার গলাকাটা লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গ্রেপ্তার সোহেল হত্যার দায় অস্বীকার করে পুলিশের কাছে বলেন, তাঁর স্ত্রী সুদের ব্যবসা করতেন। ফলে প্রচুর মানুষের আনাগোনা হতো বাসায়। এ বিষয় নিয়ে আপত্তি ছিল সোহেলের। প্রায়ই ঝগড়াবিবাদ হতো তাঁদের মধ্যে। দেড়-দুই মাস ধরে ঝগড়ার জেরে আলাদা বাসায় থাকতেন সোহেল। মাঝেমধ্যে স্ত্রী ও সন্তানদের দেখে যেতেন। তবে কে বা কারা রাবেয়াকে হত্যা করেছে, তা জানেন না সোহেল।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, নিহত রাবেয়ার বড় দুই ছেলে নাহিদ ও নাঈম দাদির সঙ্গে থাকে। আর ছোট দুই ছেলে শাহিদ ও জাহিদুল মায়ের সঙ্গে থাকত। গত রাতে তারা দুজন পাশের রুমে ছিল। রাতে তাদের বাসায় তার বাবা সোহেল আসেন বলে নিশ্চিত করেছে তারা। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তারা মায়ের লাশ দেখতে পায়। তবে কখন তাদের মাকে হত্যা করা হয়েছে, তা বলতে পারে না তারা।

এই ঘটনায় রাবেয়ার স্বামী সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, ‘আমরা প্রথমে ঘটনাস্থল থেকে সোহেলসহ তাদের এক প্রতিবেশীকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদ শেষে সন্দেহ হওয়ায় সোহেলকেই গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের কারণসহ বিস্তারিত জানা যাবে বলে আশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় শিগগির ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, থাকছে কোন কোন দেশ

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে বাবলা নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার

উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে

সুদান যুদ্ধে আমিরাতের বিপরীতে মিসর-তুরস্কের বিরল ঐক্য, ঢুকছে অস্ত্র ও ড্রোনচালক

এলাকার খবর
Loading...