Ajker Patrika

রূপসায় সদস্য পদে জয়ী হলেন যাঁরা

রূপসা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ২৫
রূপসায় সদস্য পদে জয়ী হলেন যাঁরা

রূপসায় উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে টিএসবি ইউনিয়নে সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১,২, ৩ ওয়ার্ডে কানিজ ফাতেমা ৪,৫, ৬ নম্বর ওয়ার্ডে নাজমা বেগম ৭,৮, ৯ নম্বর ওয়ার্ডে হোসনেয়ারা পারভীন।

অপরদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে (কাজদিয়া) সৈয়দ আওরঙ্গজেব স্বর্ন, ২ নম্বর ওয়ার্ডে (তালতলা) রঞ্জু হালদার, ৩ নম্বর ওয়ার্ডে (গোয়ালবাথান, গিলাতলা) শফিকুল ইসলাম বাবু, ৪ নম্বর ওয়ার্ডে (তিলক) মো. ফিরোজ শেখ, ৫ নম্বর ওয়ার্ডে (পাথরঘাটা) মো. আসাফুর রহমান।

৬ নম্বর ওয়ার্ডে (উত্তর খাজাডাংগা) মো. জাকির মোড়ল, ৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিন খাজাডাংগা) মো. দাউদ আলী শেখ, ৮ নম্বর ওয়ার্ড (স্বল্পবাহিরদিয়া) মো. মঈন উদ্দিন শেখ, এবং ৯ নম্বর ওয়ার্ড (পাচানী) ইন্তাজ মোল্লা।

তা ছাড়া নৈহাটি ইউনিয়নে ১,২, ৩ নম্বর ওয়ার্ডে রিনা পারভীন, ৪, ৫,৬ নম্বর ওয়ার্ডে লিপিকা রানী দাস, ৭, ৮,৯ নম্বর ওয়ার্ডে রেশমা আক্তার।

পুরুষ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (রামনগর, রহিমনগর) মো. মাসুম সরদার, ২ নম্বর ওয়ার্ডে (বাগমারা) মো. ইলিয়াজ শেখ, ৩ নম্বর ওয়ার্ডে (জাবুসা) বাবর আলী শেখ।

৪ নম্বর ওয়ার্ডে (জয়পুর) মো. মাহফুজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড (শ্রীরামপুর) আসাবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড (নেহালপুর, দেবীপুর) আ. রাজ্জাক শেখ, ৭ নম্বর ওয়ার্ডে (নৈহাটি) এস এম আলমগীর হোসেন শ্রাবন, ৮ নম্বর ওয়ার্ড (কামরুজ্জামান সোহেল), ৯ নম্বর ওয়ার্ড (সামন্তসেনা) শেখ মাসুম নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত