Ajker Patrika

রূপসায় সদস্য পদে জয়ী হলেন যাঁরা

রূপসা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ২৫
রূপসায় সদস্য পদে জয়ী হলেন যাঁরা

রূপসায় উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে টিএসবি ইউনিয়নে সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১,২, ৩ ওয়ার্ডে কানিজ ফাতেমা ৪,৫, ৬ নম্বর ওয়ার্ডে নাজমা বেগম ৭,৮, ৯ নম্বর ওয়ার্ডে হোসনেয়ারা পারভীন।

অপরদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে (কাজদিয়া) সৈয়দ আওরঙ্গজেব স্বর্ন, ২ নম্বর ওয়ার্ডে (তালতলা) রঞ্জু হালদার, ৩ নম্বর ওয়ার্ডে (গোয়ালবাথান, গিলাতলা) শফিকুল ইসলাম বাবু, ৪ নম্বর ওয়ার্ডে (তিলক) মো. ফিরোজ শেখ, ৫ নম্বর ওয়ার্ডে (পাথরঘাটা) মো. আসাফুর রহমান।

৬ নম্বর ওয়ার্ডে (উত্তর খাজাডাংগা) মো. জাকির মোড়ল, ৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিন খাজাডাংগা) মো. দাউদ আলী শেখ, ৮ নম্বর ওয়ার্ড (স্বল্পবাহিরদিয়া) মো. মঈন উদ্দিন শেখ, এবং ৯ নম্বর ওয়ার্ড (পাচানী) ইন্তাজ মোল্লা।

তা ছাড়া নৈহাটি ইউনিয়নে ১,২, ৩ নম্বর ওয়ার্ডে রিনা পারভীন, ৪, ৫,৬ নম্বর ওয়ার্ডে লিপিকা রানী দাস, ৭, ৮,৯ নম্বর ওয়ার্ডে রেশমা আক্তার।

পুরুষ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (রামনগর, রহিমনগর) মো. মাসুম সরদার, ২ নম্বর ওয়ার্ডে (বাগমারা) মো. ইলিয়াজ শেখ, ৩ নম্বর ওয়ার্ডে (জাবুসা) বাবর আলী শেখ।

৪ নম্বর ওয়ার্ডে (জয়পুর) মো. মাহফুজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড (শ্রীরামপুর) আসাবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড (নেহালপুর, দেবীপুর) আ. রাজ্জাক শেখ, ৭ নম্বর ওয়ার্ডে (নৈহাটি) এস এম আলমগীর হোসেন শ্রাবন, ৮ নম্বর ওয়ার্ড (কামরুজ্জামান সোহেল), ৯ নম্বর ওয়ার্ড (সামন্তসেনা) শেখ মাসুম নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

মালিকানা না, শুধু লাইসেন্সিং অপারেটর নিয়োগ: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...