Ajker Patrika

উত্তম হত্যায় আরও তিনজন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ১০
উত্তম হত্যায় আরও তিনজন গ্রেপ্তার

যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁদের মধ্যে অজয় বিশ্বাস নামের একজন রয়েছেন, যিনি সরাসরি গুলি ছুড়ে উত্তম সরকারকে হত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হলো।

গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরামপুরের পাঁচকড়ি গ্রামের জয় বিশ্বাস (১৯), পলাশ পাড়ে (৩২) ও অভয়নগরের কচুয়া গ্রামের সাধন বিশ্বাস (২১)।

এর আগে বিভিন্ন সময়ের অভিযানে খুলনার ডুমুরিয়ার ইকরামুল গোলদার, যশোরের বিজন কুমার মণ্ডল, অভয়নগরের প্রজিৎ বিশ্বাস, মনিরামপুরের পল্লব বিশ্বাস এবং সাতক্ষীরার প্রশান্ত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার বলেন, ‘আগে আটক ৫ জনের তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক দল এই তিনজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পাইপ গান ও দুটি গুলি জব্দ করা হয়েছে।’

ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আটজনই উত্তম সরকার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত