Ajker Patrika

খোলা আকাশের নিচে ভূমির গণশুনানি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
খোলা আকাশের নিচে ভূমির গণশুনানি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভূমি অফিসের গণশুনানি অফিস কক্ষের বাইরের খোলা মাঠে হয়েছে। সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে অস্থায়ী চেয়ার-টেবিল বসিয়ে এই ব্যবস্থা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা ভূমি অফিসে সরেজমিন দেখা গেছে, অফিস কক্ষের বাইরের খোলা মাঠে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম নামজারির আবেদন দেখার পাশাপাশি গণশুনানি করছেন। সেবাগ্রহীতাদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করে দিচ্ছেন। পাঠাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে।

গণশুনানিতে অংশ নেওয়া সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট এলাকার বাসিন্দা শাহিন সিদ্দিকী জানান, চলতি বছরের আগস্ট মাসে তাঁর তিন বিঘা জমির নামজারি খতিয়ান সৃজনের জন্য স্থানীয় এক দালালকে দুই হাজার টাকা দেন। জমা দেওয়ার দুই মাস পর তিনি নামজারি খতিয়ানের জন্য দালালের কাছে গেলে আবারও ১০ হাজার টাকা দাবি করা হয়। গতকাল গণশুনানির খবর শুনে তিনি ছুটে আসেন। তিনি দালালের হয়রানির কথা তুলে ধরেন। পরে কাগজপত্র যাচাই করে সহকারী কমিশনার নামজারি খতিয়ানের কাজটি করে দেন।

শাহজাহান সিরাজ, মোহাম্মদ মাসুদ, আবুল মনচুর চৌধুরী, নেপাল চন্দ্র দাস, ছকিনা বেগম, নুর মোহাম্মদ, মো. ইসমাইল ও কামাল উদ্দিনসহ আরও বেশ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের কাজ আটকে রয়েছে। কোথায় কী কাজ হয় তা না জানায় এক টেবিল থেকে অপর টেবিলে ঘুরছিলেন। এখানে এক সঙ্গে সব কাজ করতে পেরে তাঁরা খুশি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, সেবা সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত