সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের বাজারগুলোতে রমজানের শুরুতেই বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজির কাঁচা মরিচ ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। শসা, ধনেপাতা, গাজর, পেঁপের দামও চড়া। এসব সবজি কিনতে দিশেহারা ক্রেতা।
গতকাল সবজির বাজারে দেখা গেছে, মানভেদে মরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে বেশির ভাগ বাজারে এর দাম ছিল ৩০-৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে আড়তগুলোতে।
এদিকে পটোলের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৭০-৮০ টাকা হয়েছে। ঢ্যাঁড়সের কেজিও ৮০-৯০ টাকা, গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে পাকা টমেটো ও শসার। গত সপ্তাহে ২০-২৫ টাকায় বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৪০-৫০ টাকা হয়েছে। ২৫-৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে হয়েছে ৬০-৭০ টাকা। সবজির পাশাপাশি বেড়েছে শাকের। পুঁইশাকের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা।
শহরের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩২০ টাকা। আর সাদা কর্ক মুরগির কেজি ২৮০ থেকে ২৯০ টাকা। গরুর মাংস ৬৫০, আর খাসির ৯৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কোটগাঁওয়ের বাসিন্দা মন্টু বলেন, ‘তিন দিন আগেও মরিচ কিনেছি ৪০ টাকা দরে। রমজান এলেই ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়।’
শহরের কাচারিতে তরকারি বিক্রেতা মো. মনির বলেন, ‘কয়েক দিন আগে এক পাল্লা (৫ কেজি) মরিচ আনতাম ১০০ থেকে ১২০ টাকায়। রমজান উপলক্ষে এখন ৩০০ টাকার ওপরে আনতে হচ্ছে।’
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘আমরা প্রতিদিনই বাজার মনিটরিং করছি। গত রোববার কেজি দরে তরমুজ বিক্রি করছিলেন, তাঁকে জরিমানা করেছি। মরিচের বিষয়টি দেখব।’
মুন্সিগঞ্জের বাজারগুলোতে রমজানের শুরুতেই বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজির কাঁচা মরিচ ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। শসা, ধনেপাতা, গাজর, পেঁপের দামও চড়া। এসব সবজি কিনতে দিশেহারা ক্রেতা।
গতকাল সবজির বাজারে দেখা গেছে, মানভেদে মরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে বেশির ভাগ বাজারে এর দাম ছিল ৩০-৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে আড়তগুলোতে।
এদিকে পটোলের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৭০-৮০ টাকা হয়েছে। ঢ্যাঁড়সের কেজিও ৮০-৯০ টাকা, গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে পাকা টমেটো ও শসার। গত সপ্তাহে ২০-২৫ টাকায় বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৪০-৫০ টাকা হয়েছে। ২৫-৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে হয়েছে ৬০-৭০ টাকা। সবজির পাশাপাশি বেড়েছে শাকের। পুঁইশাকের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা।
শহরের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩২০ টাকা। আর সাদা কর্ক মুরগির কেজি ২৮০ থেকে ২৯০ টাকা। গরুর মাংস ৬৫০, আর খাসির ৯৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কোটগাঁওয়ের বাসিন্দা মন্টু বলেন, ‘তিন দিন আগেও মরিচ কিনেছি ৪০ টাকা দরে। রমজান এলেই ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়।’
শহরের কাচারিতে তরকারি বিক্রেতা মো. মনির বলেন, ‘কয়েক দিন আগে এক পাল্লা (৫ কেজি) মরিচ আনতাম ১০০ থেকে ১২০ টাকায়। রমজান উপলক্ষে এখন ৩০০ টাকার ওপরে আনতে হচ্ছে।’
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘আমরা প্রতিদিনই বাজার মনিটরিং করছি। গত রোববার কেজি দরে তরমুজ বিক্রি করছিলেন, তাঁকে জরিমানা করেছি। মরিচের বিষয়টি দেখব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪