Ajker Patrika

৪০ টাকার কাঁচামরিচ ১০০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৮: ৪৭
৪০ টাকার কাঁচামরিচ ১০০

মুন্সিগঞ্জের বাজারগুলোতে রমজানের শুরুতেই বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজির কাঁচা মরিচ ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। শসা, ধনেপাতা, গাজর, পেঁপের দামও চড়া। এসব সবজি কিনতে দিশেহারা ক্রেতা।

গতকাল সবজির বাজারে দেখা গেছে, মানভেদে মরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে বেশির ভাগ বাজারে এর দাম ছিল ৩০-৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে আড়তগুলোতে।

এদিকে পটোলের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৭০-৮০ টাকা হয়েছে। ঢ্যাঁড়সের কেজিও ৮০-৯০ টাকা, গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে পাকা টমেটো ও শসার। গত সপ্তাহে ২০-২৫ টাকায় বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৪০-৫০ টাকা হয়েছে। ২৫-৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে হয়েছে ৬০-৭০ টাকা। সবজির পাশাপাশি বেড়েছে শাকের। পুঁইশাকের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা।

শহরের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩২০ টাকা। আর সাদা কর্ক মুরগির কেজি ২৮০ থেকে ২৯০ টাকা। গরুর মাংস ৬৫০, আর খাসির ৯৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কোটগাঁওয়ের বাসিন্দা মন্টু বলেন, ‘তিন দিন আগেও মরিচ কিনেছি ৪০ টাকা দরে। রমজান এলেই ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়।’

শহরের কাচারিতে তরকারি বিক্রেতা মো. মনির বলেন, ‘কয়েক দিন আগে এক পাল্লা (৫ কেজি) মরিচ আনতাম ১০০ থেকে ১২০ টাকায়। রমজান উপলক্ষে এখন ৩০০ টাকার ওপরে আনতে হচ্ছে।’

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘আমরা প্রতিদিনই বাজার মনিটরিং করছি। গত রোববার কেজি দরে তরমুজ বিক্রি করছিলেন, তাঁকে জরিমানা করেছি। মরিচের বিষয়টি দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত