Ajker Patrika

ফুটপাতে গাড়ি পার্কিং করায় জরিমানা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ২৭
ফুটপাতে গাড়ি পার্কিং করায় জরিমানা

ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কুমিল্লা-মিরপুর সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা এ অভিযান চালান।

অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অপরাধে চারজন ব্যাটারিচালিত অটোরিকশা ও তিনজন সিএনজিচালিত অটোরিকশাচালককে জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাতজন চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশাচালককে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই হাজার টাকা জরিমানা করেন। বাকি ছয়জন অটোরিকশাচালককে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা এক হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, কুমিল্লা-মিরপুর সড়কে যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় যানজট লেগে থাকে। ফলে জনসাধারণকে দুর্ভোগে পড়তে হয়। তাই ১৮৬০ সালের দণ্ডবিধি আইনে সাতজন অটোরিকশাচালককে জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও বলেন, অভিযানের পাশাপাশি যানচালক ও দোকানিদের উপজেলা সদর বাজারের সড়কগুলোতে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত