Ajker Patrika

চার দশক পূর্তিতে বিশেষ আয়োজন

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৮: ৪১
চার দশক পূর্তিতে বিশেষ আয়োজন

গানে গানে অনেকটা সময় পেরিয়ে এলেন কুমার বিশ্বজিৎ। ১৯৮২ সালে প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের ভুবনে তাঁর আনুষ্ঠানিক পথচলা শুরু। সে হিসাবে তাঁর সংগীতজীবনের চার দশক পূর্ণ হলো এ বছর। কুমার বিশ্বজিৎ বলেন, ‘যদিও ১৯৮২ সালের আগেই আমি গান গাইতে শুরু করেছি। কিন্তু শ্রোতা-দর্শক আমাকে চিনতে শুরু করেছেন ‘‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’’ গানটি দিয়ে। তাই আমি পেশাদার সংগীতশিল্পী হিসেবে হিসাব করি ১৯৮২ সাল থেকেই। সেই হিসাবে আমার সংগীতজীবনের চার দশক অর্থাৎ ৪০ বছর পূর্ণ হলো।’

৪০ বছর পূর্তি উপলক্ষে নতুন উদ্যোগ নিয়েছেন কুমার বিশ্বজিৎ। নিজের জনপ্রিয় ৮-১০টি গান নতুন সংগীতায়োজনে গেয়ে শ্রোতাদের উপহার দেবেন তিনি। এ ছাড়া চলতি বছরের শেষের দিকে বিশেষ আয়োজনের মাধ্যমে চার দশক পূর্তি উদ্‌যাপন করবেন তিনি। আয়োজনের পরিকল্পনা নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আগামী অক্টোবর কিংবা নভেম্বরে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আমার সংগীতজীবনের সফল এই যাত্রাকে উদ্‌যাপন করা হবে। এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। আমার গাওয়া জনপ্রিয় ৮-১০টি গান নতুন সংগীতায়োজনে শ্রোতা-দর্শকের জন্য তৈরি করছি। বাকিটুকু নাহয় সারপ্রাইজ থাকুক।’

বিশেষ ওই আয়োজনে সংগীতের সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন তিনি। যাঁরা বেঁচে নেই, তাঁদের প্রতি থাকবে শ্রদ্ধাঞ্জলি, থাকবে তাঁদের স্মরণে বিশেষ আয়োজন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘সংগীতজীবনের হাফ সেঞ্চুরি বা সুবর্ণজয়ন্তী আমি পাব কি না, জানি না। তাই, যেহেতু চার দশক পেয়েছি, এটাই নাহয় আপাতত আনন্দ নিয়ে উদ্‌যাপন করি। জীবন তো আসলে ক্ষণিকের। কে কখন চলে যায়, তার কোনো হিসাব নেই। অনেক সহকর্মীকে এরই মধ্যে হারিয়েছি। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত