Ajker Patrika

তৈমূর এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন: আইভী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০: ৪৪
তৈমূর এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘কোনো ট্যাক্স বাড়ানো হয়নি, সিটি করপোরেশনে কোনো হয়রানি নেই। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো পাঁচ বছরে মানুষ বলত। এসব বলে মানুষকে বোকা বানানো যাবে না। যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে, কারও কষ্ট হচ্ছে না। হঠাৎ উনি (তৈমূর আলম খন্দকার) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন।’

গতকাল বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জে প্রচারণায় অংশ নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইভী বলেন, ‘এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে একসময় বলব। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে।’

এর আগে বিকেলে তিনি সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে প্রচারণায় আসেন। সেখানে আগে থেকে তাঁর লোকজন ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত ছিলেন। আইভী এলে সেসব ফুল ছিটান নেতা-কর্মীরা।

আগের প্রতীক পেয়ে আইভী বলেছিলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছেন। কিন্তু তিনি যেসব এলাকায় যাচ্ছেন, সবগুলো এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছে। আমি তাঁকে বলব, আপনি সত্য বলুন। কারণ, ভোটের পরে আমরা সবাই একসঙ্গেই থাকব। আমি কখনই সরকার বা সরকারি দলের সুবিধা নিইনি।’ তিনি বলেন, ‘বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আশা করি এবারও জনগণ আমার সঙ্গে থাকবে। দল সব দিক চিন্তা করেই আমাকে নৌকা প্রতীক দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত