Ajker Patrika

অটোরিকশা ও কোচের সংঘর্ষে আহত চারজন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ৪৪
অটোরিকশা ও  কোচের সংঘর্ষে আহত চারজন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়কে মাদলা সমবায় ফিলিং স্টেশনের পাশে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী কোচের সংঘর্ষে সিএনজি চালক, দুই বোনসহ চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত তিন যাত্রী হলেন মিনহাজুল (১৩), সস্ত ভৌমিক (২৫), সপ্তমী ভৌমিক (২৫) এবং সিএনজি চালক স্বাধীন। সস্ত ভৌমিক, সপ্তমী ভৌমিক সম্পর্কে দুই বোন। তাদের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, শাহজাদপুর থেকে পাবনার বেড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিল ওই সিএনজিটি। পথে মাদলা সমবায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে চাটমোহর থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী কোচ একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ওই সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত চারজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত