Ajker Patrika

বদলে যাওয়ার গল্প বলবেন পরীমণি

বদলে যাওয়ার গল্প বলবেন পরীমণি

বছরের শুরু থেকেই শরিফুল রাজের সঙ্গে দাম্পত্যজীবন নিয়ে আলোচনার কেন্দ্রে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। এই বিচ্ছেদ, এই আবার একসঙ্গে! এখন তা নিয়েই তাঁদের যত খবর। বিচ্ছেদ ইস্যুর মাঝেই কয়েক দিন আগে জানা গেছে, মান-অভিমান ভুলে একসঙ্গে দুবাই যাবেন রাজ-পরী। এবার জানা গেল পরীমণির নতুন সিনেমার খবর। ‘চলো বদলে যাই’ শিরোনামের সিনেমাটি বানাবেন আবু রায়হান জুয়েল। এতে বদলে যাওয়ার গল্প বলবেন পরীমণি, এমনটিই জানালেন নির্মাতা। আবু রায়হান জুয়েল বলেন, ‘গল্প শুনেই সিনেমাটি করতে আগ্রহ প্রকাশ করেন পরীমণি। সে খুব এক্সাইটেড সিনেমাটি নিয়ে। আমার কাছেও মনে হয়েছে গল্প অনুযায়ী পরীমণিই পারফেক্ট হবে।’

সিনেমার গল্প নিয়ে তিনি জানান, ‘দুজন মানুষের বদলে যাওয়ার গল্প উঠে আসবে এ সিনেমায়। অ্যাকশন, থ্রিলার, রোমান্স—সবকিছুই থাকবে। চিত্রনাট্যের কাজ প্রায় শেষপর্যায়ে। এরই মধ্যে পরীমণিও কিছু পরামর্শ দিয়েছেন চিত্রনাট্য সম্পর্কে। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী যদি কাজটি করতে পারি তাহলে খুব ভালো একটি সিনেমা উপহার দিতে পারব দর্শকদের। আশা করছি, “চলো বদলে যাই” সিনেমাটি পরীর ক্যারিয়ারে একটি ট্রেডমার্ক হয়ে থাকবে।’

পরীমণি ছাড়া আর কে কে থাকছেন সিনেমায়? এমন প্রশ্নের জবাবে আবু রায়হান জুয়েল বলেন, ‘এখনো বাকি শিল্পীদের চূড়ান্ত করিনি। আশা করছি, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সব ঠিক করে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’

নির্মাতা আবু রায়হান জুয়েলের সঙ্গে পরীমণিআগামী জুন-জুলাইয়ের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা। নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার সঙ্গে ছবি দিয়ে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের পরবর্তী সিনেমা চলো বদলে যাই’। এ বিষয়ে এর বেশি কিছু বলেননি তিনি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয় মুখ খোলেননি তিনি।

এদিকে ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে একই নির্মাতার পরিচালনায় পরীমণি অভিনীত শিশুতোষ সিনেমা, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। মুক্তি উপলক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পরী। তীব্র শীত উপেক্ষা করে ছুটে যাচ্ছেন বিভিন্ন স্থানে। সিনেমাটি নিয়ে পরীমণি জানান, ‘আমাদের “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”-এর মূল দর্শক শিশুরা। তাই হুটহাট করে তাদের কাছে ছুটে যাচ্ছি। আশা করছি মা-বাবারা তাঁদের সন্তানদের নিয়ে হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে পরীমণির বিপরীতে দেখা যাবে সিয়াম আহমেদকে। এ ছাড়া আরও রয়েছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, কচি খন্দকার, আশিস খন্দকারসহ ২০ জনের বেশি শিশুশিল্পী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত