Ajker Patrika

আজ থেকে চরকিতে ‘পাতালঘর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ থেকে চরকিতে ‘পাতালঘর’

মা-মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে ‘পাতালঘর’ নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। এতে একজন চলচ্চিত্র অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। দীর্ঘদিন পর নিজ বাড়িতে মায়ের কাছে ফেরে রুপালি পর্দার নায়িকা বাবলি। পারিবারিক আবহে তার সামনে এসে দাঁড়ায় ফেলে আসা শৈশবের নানা স্মৃতি। পর্দার বাবলি ধীরে ধীরে এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সেই সঙ্গে গাঢ় হয়ে ওঠে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন। এমন গল্পেই নির্মাণ হয়েছে সিনেমাটি।

সিনেমাটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আমাদের দর্শকের পছন্দ বদলে গেছে। তাঁরা জীবনঘনিষ্ঠ গল্প, বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশন, চৌকস নির্দেশনা আর শিল্পীদের ভালো অভিনয়ের মেলবন্ধন রয়েছে এমন সিনেমা দেখতে চান। পাতালঘরেও তাই রয়েছে। কোভিডের সময়ের এক অদ্ভুত গল্প দেখতে পারবেন দর্শকেরা।’

ফারিয়ার মায়ের ভূমিকায় থাকছেন আফসানা মিমি। মিমি বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এই সিনেমায়। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে-পরের কিছু সম্পর্ক এবং সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে।’ সিনেমায় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান প্রমুখ। সিনেমাটির প্রযোজক আবু শাহেদ ইমন। এটি গত বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে পাতালঘর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত