Ajker Patrika

কুয়াশার চাদরে শীতের আমেজ

বাঘারপাড়া প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ৫৭
Thumbnail image

কুয়াশার চাদরে ঢাকা সকাল জানান দিচ্ছে শীত আসছে। কার্তিক মাসের শুরুর সময় এখন। শরৎ পেরিয়ে চলছে হেমন্ত। শিউলি, গন্ধরাজ, মল্লিকাসহ নানান ফুলের মন মাতানো সুবাসে মোহিত হয়ে উঠছে চারদিক। বাতাসে এসেছে শীতলতার ছোঁয়া। প্রকৃতির এই নানান আয়োজন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। যশোরের বাঘারপাড়ায় এমনই শীতের আবহ বিরাজ করছে প্রকৃতিতে।

গতকাল বৃহস্পতিবার ভোরে দেখা যায়, হালকা কুয়াশায় ঢেকে আছে রাস্তা ঘাট। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। অনেকেই নিজ গন্তব্যে বের হয়েছেন হালকা গরম কাপড় গায়ে। এদিকে ভোরের সূর্য ঘাসে পড়া শিশিরের ওপর পড়তেই হালকা লালচে রঙের ঝিলিক দিচ্ছে। ভোরে ও সন্ধ্যায় ধানের ডগায় শিশির বিন্দু জমতে দেখা যাচ্ছে সর্বত্র। ভোর হলেই প্রকৃতির দিকে তাকালে মনে হচ্ছে কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। উপজেলার সব সবুজ প্রান্তরে এ দৃশ্য দেখা যাচ্ছে অনায়াসে।

স্থানীয়রা বলছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এ বছর আগাম শীতের অনুভব হচ্ছে। দিনের বেলা কিছুটা গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে।

এ দিকে গ্রাম-বাংলার নারীরা ব্যস্ত সময় পার করছেন পুরোনো কাঁথা নতুন করে সেলাইয়ের কাজে। বাড়ির উঠানে দুই থেকে তিনটি কাঁথা একত্র করে রং বেরংয়ের সুতো দিয়ে মোটা করে কাঁথা সেলাই করছেন। খেজুরের রস সংগ্রহের জন্য গাছিরা খেজুরগাছ পরিষ্কার করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত