Ajker Patrika

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১০: ১৫
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিরাপদ সড়ক ও সারা দেশে হাফ পাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে শিমরাইল মোড়ে এ মিছিল করেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই, সারা দেশে হাফ পাস চাই’, ‘আমি শিক্ষার্থী আমাকে বাঁচতে দিন’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর আগে বাস মালিক সমিতির ঘোষিত ঢাকা সিটিতে শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে হাফ পাস নেওয়ার সিদ্ধান্তকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করেন। তাঁরা সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে সরকারের কাছে ৯ দফা দাবি পেশ করেন। তাঁদের দাবিগুলো মানা না হলে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।

সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, ‘নির্বিচারে শিক্ষার্থীদের বাসচাপায় হত্যার অবসান চাই। বেপরোয়া মহাসড়কে আর কোনো শিক্ষার্থীর লাশ দেখতে চাই না।’ তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে সারা দেশে হাফ পাস কার্যকরসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ ব্যবস্থা না নিলে আমরা রাজপথ ছাড়ব না। কোনো প্রকার প্রহসন দেখিয়ে বা ভয় প্রদর্শন করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

শিক্ষার্থীদের মধ্যে আরও বক্তব্য দেন মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, মুহা. হিমেল, মুহা. আল-আমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত