নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচে হয়েছে দুই গোল। দুই গোলই করেছেন তপু বর্মণ। প্রথমটি নিজেদের জালে জড়িয়ে সাবেক দল আবাহনীকে গোল উপহার দিয়েছেন বসুন্ধরা কিংস অধিনায়ক। পরে আরেক গোলে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন। তপুর আত্মঘাতী গোলটি না হলে ২০০৯-১০ মৌসুমে আবাহনীর করা ৬৭ পয়েন্টের রেকর্ড হয়তো ছুঁয়েই ফেলত চার ম্যাচ আগেই দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংস।
গত ১৩ জানুয়ারি শুরু হয়েছিল ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবল। ম্যাচ ফিক্সিং-অনলাইন বেটিং কাণ্ডের পাশাপাশি লকডাউনে কয়েক দফা লিগ বন্ধ হওয়ায় বেশ লম্বা এক মৌসুম পার করলেন ফুটবলাররা। নয় মাসের ক্লান্তিকর মৌসুম শেষ হয়েছে গতকাল। লিগের শেষ ম্যাচে আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা। ২৪ ম্যাচে দলটির পয়েন্ট ৬৫। ৫২ পয়েন্টে রানার্স আপ শেখ জামাল। ৪৭ পয়েন্টে লিগে তৃতীয় আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকালের ম্যাচে ২৮ মিনিটে তপুর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ব্রাজিলিয়ান রাফায়েল অগুস্তোর নিরীহ দর্শন শট ফেরাতে গিয়ে উল্টো বাঁ-পায়ে নিজেদের জালে বল জড়ান বসুন্ধরা অধিনায়ক তপু। ৩৭ মিনিটে ব্রাজিলিয়ান রবসন রবিনহোর ফ্রি-কিক থেকে হেডে গোল দিয়ে সমতা ফেরান তপু নিজেই।
লম্বা এক মৌসুম শেষ করে এবার দেশে ফিরতে মরিয়া লিগে সর্বোচ্চ ২১ গোল করে সেরা খেলোয়াড় হওয়া বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো বলেছেন, ‘এবার দেশে গিয়ে পরিবারের সঙ্গে একটু বিশ্রামের সুযোগ পাওয়া গেল। এবারের লিগের দৈর্ঘ্য একটু বেশিই বড় হয়ে গেছে। লিগ জিতে খুশি। লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়াটা আমার জন্য, আমার দলের জন্যই ভালো।’ তপু অবশ্য লিগ ছাপিয়ে চোখ রাখছেন আসন্ন সাফে, ‘এবার সামনে সাফ। আমাদের সুযোগ আছে ফাইনালে খেলার। অস্কার ব্রুজোন আমাদের কোচ। তিন বছর ধরেই বাংলাদেশে আছেন। তাঁর জন্য কাজটা সহজ হবে।’
বসুন্ধরার হয়ে লিগজয়ী অস্কার ব্রুজোন দুই মাসের জন্য আজ বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব বুঝে নিচ্ছেন। জাতীয় দলের দায়িত্বের বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে যথারীতি মুখে তালা তাঁর।
ম্যাচে হয়েছে দুই গোল। দুই গোলই করেছেন তপু বর্মণ। প্রথমটি নিজেদের জালে জড়িয়ে সাবেক দল আবাহনীকে গোল উপহার দিয়েছেন বসুন্ধরা কিংস অধিনায়ক। পরে আরেক গোলে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন। তপুর আত্মঘাতী গোলটি না হলে ২০০৯-১০ মৌসুমে আবাহনীর করা ৬৭ পয়েন্টের রেকর্ড হয়তো ছুঁয়েই ফেলত চার ম্যাচ আগেই দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংস।
গত ১৩ জানুয়ারি শুরু হয়েছিল ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবল। ম্যাচ ফিক্সিং-অনলাইন বেটিং কাণ্ডের পাশাপাশি লকডাউনে কয়েক দফা লিগ বন্ধ হওয়ায় বেশ লম্বা এক মৌসুম পার করলেন ফুটবলাররা। নয় মাসের ক্লান্তিকর মৌসুম শেষ হয়েছে গতকাল। লিগের শেষ ম্যাচে আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা। ২৪ ম্যাচে দলটির পয়েন্ট ৬৫। ৫২ পয়েন্টে রানার্স আপ শেখ জামাল। ৪৭ পয়েন্টে লিগে তৃতীয় আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকালের ম্যাচে ২৮ মিনিটে তপুর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ব্রাজিলিয়ান রাফায়েল অগুস্তোর নিরীহ দর্শন শট ফেরাতে গিয়ে উল্টো বাঁ-পায়ে নিজেদের জালে বল জড়ান বসুন্ধরা অধিনায়ক তপু। ৩৭ মিনিটে ব্রাজিলিয়ান রবসন রবিনহোর ফ্রি-কিক থেকে হেডে গোল দিয়ে সমতা ফেরান তপু নিজেই।
লম্বা এক মৌসুম শেষ করে এবার দেশে ফিরতে মরিয়া লিগে সর্বোচ্চ ২১ গোল করে সেরা খেলোয়াড় হওয়া বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো বলেছেন, ‘এবার দেশে গিয়ে পরিবারের সঙ্গে একটু বিশ্রামের সুযোগ পাওয়া গেল। এবারের লিগের দৈর্ঘ্য একটু বেশিই বড় হয়ে গেছে। লিগ জিতে খুশি। লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়াটা আমার জন্য, আমার দলের জন্যই ভালো।’ তপু অবশ্য লিগ ছাপিয়ে চোখ রাখছেন আসন্ন সাফে, ‘এবার সামনে সাফ। আমাদের সুযোগ আছে ফাইনালে খেলার। অস্কার ব্রুজোন আমাদের কোচ। তিন বছর ধরেই বাংলাদেশে আছেন। তাঁর জন্য কাজটা সহজ হবে।’
বসুন্ধরার হয়ে লিগজয়ী অস্কার ব্রুজোন দুই মাসের জন্য আজ বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব বুঝে নিচ্ছেন। জাতীয় দলের দায়িত্বের বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে যথারীতি মুখে তালা তাঁর।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪