Ajker Patrika

টানা বৃষ্টিপাতের কারণে সিলেটে বেড়েই চলেছে নদ-নদীর পানি

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১৩: ২০
Thumbnail image

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েই চলেছে সিলেটের নদ-নদীর পানি। ইতিমধ্যে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়েছে। এ ছাড়া প্রায় সব কটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত তিন দিন ধরে সুরমা, কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বেড়ে চলেছে। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত রোববার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ছিল ১২.৪৬ সেন্টিমিটার। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় এই পয়েন্টে পানিসীমা দাঁড়ায় ১৩.৩০ সেন্টিমিটারে। কানাইঘাট এলাকার ডেঞ্জার লেভেল ১২.৭৫ সেন্টিমিটার। গত রোববার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ৯.৮৮ সেন্টিমিটার। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় পানিসীমা দাঁড়ায় ১০.৪৩ সেন্টিমিটার। সিলেটে ‍সুরমার ডেঞ্জার লেভেল ১০.৮০ সেন্টিমিটার। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ছিল ৯.৭৮ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির ডেঞ্জার লেভেল ৯.৪৫ সেন্টিমিটার।

এসব তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ। তিনি জানান, টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি উজানে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আবারও বন্যার আশঙ্কা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত