Ajker Patrika

মঞ্চে পূর্ণিমার ব্যস্ততা

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১০: ২৫
মঞ্চে পূর্ণিমার ব্যস্ততা

আগে কখনো বাগেরহাট যাননি পূর্ণিমা। অন্তত অনুষ্ঠান করতে তো নয়ই। এবারই যাচ্ছেন প্রথম। অংশ নেবেন স্বাধীনতা দিবসের বিশেষ একটি অনুষ্ঠানে। ২৬ মার্চ শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত সেই অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়। পূর্ণিমা যাচ্ছেন শুনে অনেকেই ধারণা করেছিলেন, অনুষ্ঠানের উপস্থাপনাটা পূর্ণিমাই করবেন। গত কয়েক বছরে মঞ্চে তাঁর সপ্রতিভ উপস্থাপনা নজর কেড়েছে সবার। তাই বিশেষ আয়োজনে যেন পূর্ণিমার উপস্থাপনা হয়ে উঠেছে সবার প্রথম পছন্দ। পূর্ণিমার সঙ্গে কথা বলতেই তিনি বললেন, ‘অনুষ্ঠানে পারফর্ম করতে বাগেরহাটে যাচ্ছি। অনেকেই জানতে চাচ্ছেন, আমার সঙ্গে উপস্থাপনায় ফেরদৌস থাকছেন কি না? আসলে আমার আর ফেরদৌসের উপস্থাপনা সবাই খুব পছন্দ করেছেন বলেই এমন হয়েছে। বাগেরহাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমার সিনেমার কয়েকটি গানের সঙ্গে পারফর্ম করব। সঙ্গে থাকবেন চিত্রনায়ক নিরব।’

২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণীর মঞ্চেও উপস্থাপনায় ছিলেন পূর্ণিমা ও ফেরদৌস। এবারই প্রথম নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণীর মঞ্চে আগেও তিনবার উপস্থাপনা করেছেন পূর্ণিমা। মোট চারবারের তিনবারই তাঁর সঙ্গে ছিলেন ফেরদৌস। এবার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চেও দেখা যাবে পূর্ণিমাকে। সেখানেও বিশেষ একটি পারফরম্যান্স করছেন তিনি। সব মিলিয়ে অনুষ্ঠানের মঞ্চেই এখন ব্যস্ততা বেশি পূর্ণিমার। তাই বলে সিনেমায়ও যে কাজ করছেন না, তা কিন্তু নয়। ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমায় কাজ করছেন। করোনার কারণে শুটিং শেষ হয়নি এখনো। পূর্ণিমা বলেন, ‘ভালো প্রজেক্ট হলে অবশ্যই নতুন সিনেমা করব। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, এখন সিনেমা নিয়ে নতুন করে ভাবছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত