Ajker Patrika

গৌরনদীতে শীতে সবজির দাম চড়া

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫: ০৪
গৌরনদীতে শীতে সবজির দাম চড়া

গৌরনদী উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে কাচা বাজারগুলোতে শাক-সবজির দাম বেড়েছে। সঙ্গে মাছের দামও ঊর্ধ্বমুখী। তবে পেঁয়াজ, মুরগি, ও ডিমের দামসহ মুদি সামগ্রীর দাম বাড়েনি। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গতকাল শনিবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডের কাঁচাবাজার এবং আশোকাঠি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, শীতে সবজির দাম কম থাকার কথা। কিন্তু আলু, টমেটো ও পেঁপে ব্যতীত সব সবজির দাম ঊর্ধ্বমুখী। বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে, বেগুন ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা, ব্রকলি ৮০ টাকা, সালগম ৪০ টাকা, মুলা ৪০ টাকা, শিম ৬০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৬০ টাক, মাঝারি একটি লাইয়ের ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া এক মুট পুঁইশাক ৫০ টাকায়, এক মুট লাউ শাক ৫০ টাকা বিক্রি হচ্ছে।

মাহিলাড়া বাজারের সবজি বিক্রেতা জাকির খলিফা বলেন, ‘এবার শীতেও সবজির দাম একটু বেশি। পাইকারি বাজারে সবজি দাম বেশি থাকায় খুচরা বাজারে বেশি বিক্রি করতে হচ্ছে।’

গৌরনদী বাসস্ট্যান্ডে ব্যবসায়ী পারভেজ জানান, তেলের দাম বাড়ায় পরিবহনের ভাড়া বেড়ে গেছে। ফলে সবজির দাম এ বছরে একটু বেশি। মোকামে বেশি দামে কিনতে হয়েছে।’

ক্রেতা আছিয়া বেগম বলেন, ‘শীতে প্রচুর সবজি চাষ হয়। পাইকারি বাজারে সবজির আমদানিও যথেষ্ট রয়েছে। তবু সবজির দাম বেশি।’

উপজেলার মাছের বাজারে মিরকা, কাতলা, রুই, সিলভার কাপ, কারফুসহ কার্প জাতীয় মাছের দাম বেড়েছে। বড় সাইজের ইলিশ বিক্রি করা হচ্ছে এক হাজার টাকা থেকে বারোশো টাকায়। মিকড়া মাছ বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়, কাতল মাছ বিক্রি হচ্ছে ২০০-৩২০ টাকায়, সিলভার কার্প ১২০-২৮০ টাকা, কারফু ১৪০-১৮০ টাকা। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়, চাষের পাবদা ৫০০-৬০০ টাকা, বোয়াল ৭০০ থেকে এক হাজার টাকায়, আইড় ৮০০-১২০০ টাকা বিক্রি হচ্ছে।

প্রশাসনের তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েই যাচ্ছে। এতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। তাই প্রশাসনের বাজার তদারকির দাবি ক্রেতাদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ‘সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি অব্যাহত রয়েছে। দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত