Ajker Patrika

‘সরকার কা মাল দরিয়া মে ঢাল’

আপডেট : ২৭ মে ২০২৪, ০৭: ৩৫
‘সরকার কা মাল দরিয়া মে ঢাল’

কথাটি নতুন নয়, বহুবার এ বাক্যটি বহু উপলক্ষে ব্যবহৃত হয়েছে। সরকারের মালিকানাধীন কোনো কিছু ব্যবহারে নয়ছয় হলে বলা হয়ে থাকে, ‘সরকার কা মাল, দরিয়া মে ঢাল,’ অর্থাৎ সরকারি জিনিস নদীতে বা পানিতে ফেলে দাও। 

প্রকৃতপক্ষে সরকারের মালিকানা যেসব জিনিসের, সেগুলো জনগণেরই সম্পদ। দেশের মালিক তো জনগণ। জনগণের পক্ষ থেকে সরকার এগুলোর দেখভাল করে মাত্র। কিন্তু জনগণের মধ্যে এই মালিকানার অধিকারবোধ না থাকায় সবকিছুরই মালিক বানিয়ে দেওয়া হয় সরকারকে। আর সরকারি মালিকানা মানেই ওটা যাচ্ছেতাইভাবে ব্যবহার বা অপব্যবহার হতে পারে! 

কথাটি আবার মনে পড়ল আজকের পত্রিকায় রোববার প্রকাশিত একটি খবর দেখে। ‘পারকি সৈকতে ভাসছে জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ি’ শিরোনামের খবরটি থেকে জানা যাচ্ছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পটিয়া অফিসের ১২ কর্মকর্তা দুটি গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১১-১৩৩৩ ও ঢাকা ল-৭৮) নিয়ে ভ্রমণের জন্য পারকি সমুদ্রসৈকতে যান। সৈকতে নামার পর জিপ গাড়িটি (ঢাকা-ল ৭৮) বালুতে আটকে যায়। পরে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যা সাড়ে ৬টায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার না করায় পানিতে ভাসছে সরকারি এই গাড়ি। গাড়ির সামনে ‘জরুরি তেল-গ্যাস অনুসন্ধানকাজে নিয়োজিত’—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্টিকার লাগানো থাকলেও এটা এখন স্পষ্ট যে আসলে সমুদ্রসৈকতে বেড়ানো ছাড়া ওই ১২ জনের আর কোনো জরুরি কাজ ছিল না। সৈকতের চরে গাড়ি নামানো নিষেধ হলেও ওই ভ্রমণবিলাসীরা এর তোয়াক্কা করেননি।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়ির যাত্রীদের দেখে মদ্যপ মনে হয়েছে। অন্যদিকে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেছেন, ‘পারকি সমুদ্রসৈকতের চরে গাড়ি আটকে যাওয়ার ঘটনাটি শুনেছি। বিষয়টি দেখা হচ্ছে।’

কী দেখা হচ্ছে, তা সম্ভবত আর জানা যাবে না। বছর তিনেক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সরকারের কর্মকর্তাদের মন মানসিকতায় একটি পরিবর্তন এসেছে। এখন আর সরকারের মাল দরিয়ায় ঢালার মতো অবস্থা নেই। 

তিনি এটাও বলেছিলেন, ‘২০০৯ সালে সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত আমি যেটা লক্ষ করেছি, সবক্ষেত্রে আমাদের যাঁরা প্রশাসনে আছেন, আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন অথবা আমাদের সশস্ত্র বাহিনীতে আছেন, সবার ভেতরে কিন্তু এই পরিবর্তনটা এসেছে। সবাই কিন্তু আমাদের দেশের কাজগুলো, যেগুলো জাতির জন্য, যেগুলো মঙ্গলের জন্য, জনগণের জন্য, সেই কাজগুলোকে ওউন করেছেন; অর্থাৎ আপন বলে গ্রহণ বা দায়িত্ব বলে গ্রহণ করেই তা বাস্তবায়ন করে যাচ্ছেন।’

কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ি সৈকতে ভাসতে দেখার পরও কি বলা যাবে, সরকারি কর্মচারী-কর্মকর্তাদের সবাই দেশে সেবামূলক প্রশাসন গড়ে তোলার দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করছেন?

সরকারি চাকরিজীবীদের জবাবদিহির আওতায় আনতে না পারলে যে লাউ সেই কদুর অবস্থা চলতেই থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত