Ajker Patrika

ভিকি-তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্যে সেন্সরের কাঁচি

ভিকি-তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্যে সেন্সরের কাঁচি

তৃপ্তি দিমরির ক্যারিয়ার শুরু হয়েছিল ‘পোস্টার বয়েজ’ ও ‘লায়লা মজনু’র মতো বাণিজ্যিক ঘরানার সিনেমা দিয়ে। জনপ্রিয়তা পান ‘বুলবুল’ ও ‘কালা’র মাধ্যমে। ভিন্নধর্মী এ দুই সিনেমায় তৃপ্তির অভিনয় নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। তবে ‘অ্যানিমেল’ তাঁর আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। রণবীর কাপুরের সঙ্গে এ সিনেমায় স্বল্প উপস্থিতি দিয়েই মাত করেন তৃপ্তি। তবে অ্যানিমেলে এসে যেন অনেকটাই বদলে যান অভিনেত্রী। রণবীরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য একদিকে যেমন সাড়া ফেলে, অন্যদিকে সমালোচিতও হয়।

তৃপ্তির নতুন সিনেমা আসছে ১৯ জুলাই। করণ জোহর প্রযোজিত ‘ব্যাড নিউজ’ নামের এ সিনেমায়ও অ্যানিমেলের মতো খোলামেলা তৃপ্তি। তবে এবার সেন্সর বোর্ডের বাধার মুখে পড়ল তাঁর অন্তরঙ্গ দৃশ্য। বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তির একাধিক অন্তরঙ্গ দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।

ব্যাড নিউজের মোট তিনটি দৃশ্যে আপত্তি ছিল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের, এর মধ্যে দুটি চুমুর দৃশ্য। একটি দৃশ্য থেকে ৯ সেকেন্ড, দ্বিতীয়টি থেকে ১০ সেকেন্ড এবং আরেকটি দৃশ্য থেকে ৮ সেকেন্ড—মোট ২৭ সেকেন্ড বাদ পড়েছে ব্যাড নিউজ সিনেমা থেকে। এ ছাড়া সিনেমার শুরুতে মদ্যপানবিরোধী বার্তা জুড়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

ব্যাড নিউজ বানিয়েছেন আনন্দ তিওয়ারি। সিনেমার গল্পটাও বেশ অদ্ভুত। তৃপ্তি অভিনীত চরিত্র সালোনির সঙ্গে এক পার্টিতে দেখা হয় ভিকি অভিনীত চরিত্র আখিলের। ওয়ান নাইট স্ট্যান্ডের ফলে গর্ভবতী হয়ে পড়ে সালোনি। কিন্তু বাচ্চার বাবা কে, এ নিয়ে তৈরি হয় জটিলতা। কারণ সালোনি শুধু আখিলের সঙ্গে নয়, গুরবীরের সঙ্গেও মিলিত হয়েছিল। চিকিৎসক জানায় একটি বিরল ঘটনার কথা, দুজনের শুক্রাণুই নিষিক্ত হয়েছে সালোনির ডিম্বাশয়ে। ফলে আখিল ও গুরবীর দুজনই নিজেদের সালোনির সন্তানের পিতা হিসেবে দাবি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত