Ajker Patrika

নকলের অভিযোগ করে উল্টো ‘শিক্ষকের’ গালমন্দের শিকার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ১৩: ১৭
নকলের অভিযোগ করে উল্টো ‘শিক্ষকের’ গালমন্দের শিকার

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগ করে এক পরীক্ষার্থী উল্টো হল পরিদর্শকের ‘অসৌজন্যমূলক’ আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরীক্ষার্থীর নাম জুলফিকার আলী। তিনি কেন্দ্রের চতুর্থ তলার ৯ নম্বর রুমে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি ফেসবুকে এক পোস্টে জানান, ওএমআর সিট ভিজে যাওয়ায় নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর পরীক্ষা শুরু হয়। পরে তিনি এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন দেখে উত্তরপত্র দাগাতে দেখতে পেয়ে হল পরিদর্শকের দায়িত্বে থাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষক নিজামুল ইসলামকে জানান। কিন্তু তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযোগকারীকে গালাগাল করেন। এরপর তিনি জুলফিকারের উত্তরপত্র নিয়ে যান। পরে আরেক পরিদর্শকের সহায়তায় উত্তরপত্র ফিরে পার জুলফিকার।

যোগাযোগ করা হলে জুলফিকার বলেন, ‘আমি পোস্টে যা উল্লেখ করেছি তার সবটাই সত্য। একজন শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। পরীক্ষা শেষে কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি।’

তবে অভিযুক্ত শিক্ষক নিজামুল এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’ এরপর আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে তিনি ফোনের সংযোগ কেটে দেন। আবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এদিকে পরীক্ষা শুরু করতে কিছুটা বিলম্ব হওয়ার কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ আবেদ আলী হল পরিদর্শকের অসৌজন্যমূলক আচরণের বিষয়ে বলেন, ‘উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে একজনকে এমন অভিযোগ করার কথা শুনেছি। তবে আমি বিস্তারিত কিছু জানি না। কেউ আমাকে কোনো অভিযোগও করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

জানতে চাইলে কেন্দ্রে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান বলেন, ‘ওই পরীক্ষার্থী যে সময় আমাকে বিষয়টি জানিয়েছেন তখন করার কিছু ছিল না। ওই রুমের এক পরীক্ষার্থী থেকে মোবাইল জব্দ করার কারণে আমরা বারবার ওই রুমে গিয়েছিলাম। তিনি একবারও কিছু বলেননি। পরীক্ষা শেষে যখন অভিযোগ করেছেন তখন তাঁর অভিযোগের বিষয়ে আমি কোনো সত্যতা পাইনি। হলের অন্য পরিদর্শকদের জিজ্ঞাসা করেও কোনো সত্যতা পাইনি। ওই শিক্ষার্থীকে সাক্ষী আনতে বললে তিনি পরে আর আসেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত