Ajker Patrika

জাতীয় মার্শাল আর্টে চ্যাম্পিয়ন সম্রাট

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ০১
জাতীয় মার্শাল আর্টে চ্যাম্পিয়ন সম্রাট

বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো ফেডারেশনের আয়োজনে ৫ম বাংলাদেশ কাপ আইটিএফ চ্যাম্পিয়নশিপ এবং বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছেন নরসিংদীর শাহজাহান সম্রাট। গত বৃহস্পতিবার ঢাকার আজিমপুরের বেলী গার্ডেনে বঙ্গবন্ধু তায়কোয়ানদো একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই দুই প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ভিডিপিসহ ৫৫টি মার্শাল আর্ট ক্লাবের ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। এতে নরসিংদীর ছেলে শাহজাহান সম্রাট ৫ ম বাংলাদেশ কাপ ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রানার আপ এবং ১ম বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক সোলায়মান শিকদার, সহসভাপতি আনোয়ার হোসেন জুয়েল, প্রশিক্ষক মঞ্জুরুল ইসলাম সিআইপি, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান।

এ নিয়ে শাহজাহান সম্রাট বলেন, ‘নিয়মিত অধ্যবসায় ও নিয়মিত প্রশিক্ষণই আমাকে এই অবস্থানে আসতে সাহায্যে করেছে। জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতা থাকলে নরসিংদীর প্রতিযোগীরা আরও বেশি পদক নিয়ে আসতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত