Ajker Patrika

‘দেশ জিতলে বিক্রিও বাড়ে’

নাজমুস সাকিব, মিরপুর
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ০৯
‘দেশ জিতলে বিক্রিও বাড়ে’

হোম অব ক্রিকেটখ্যাত মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক ফিরেছে ৬১৮ দিন অর্থাৎ দেড় বছরের বেশি সময় পর। গত শুক্রবার বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে ফিরেছে দর্শক।

খেলা ঘিরে স্টেডিয়াম এলাকায় আগের মতোই উদ্‌যাপনসামগ্রীর পসরা সাজিয়ে বসছেন ভ্রাম্যমাণ হকাররা। মাঠে বাংলাদেশ দল ভালো খেললে, বিশেষ করে জিতলে খেলোয়াড়, দর্শকদের মতো তাঁদেরও দিন ভালো যায়—বিক্রি ভালো হওয়ায়।

মিরপুরে দর্শকেরা সবশেষ গ্যালারিতে বসে খেলা দেখেছেন গত বছরের ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। কোভিড-১৯ হানার পর হোম সিরিজে দর্শক প্রবেশের অনুমতি মেলেনি। ৬১৮ দিন অপেক্ষার পর সমর্থকদের ফেরার সুযোগ হলো স্টেডিয়ামে। ঘরের মাটিতে পাকিস্তানের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। গত শুক্রবার টি-টোয়েন্টি সিরিজ শুরু হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। গতকাল শনিবার ছিল দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ আগামীকাল সোমবার। এরপর প্রথম টেস্ট চট্টগ্রামে আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।

গতকাল শনিবার টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় উদ্‌যাপনসামগ্রী নিয়ে বসেছিলেন ভ্রাম্যমাণ হকাররা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও মিল্ক ভিটা রোডের আশপাশে পতাকা, রিস্টব্যান্ড, হেডব্যান্ড, জার্সি, খেলনা বাঘের মতো বিভিন্ন উদ্‌যাপনসামগ্রী বিক্রি করেন তাঁরা।

গতকাল দুপুরে স্টেডিয়ামের আশপাশের খাবারের দোকানে দর্শকদের ভিড় ছিল। যদিও ব্যবসায়ীরা বলছেন বিক্রি নেই আগের মতো। তাঁরা বলছেন, করোনার আগে মিরপুর মাঠে খেলা ছিল নিয়মিত। বেচাবিক্রিও ছিল ভালো। করোনা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের অর্থনৈতিক দুর্গতি আর দর্শক উপস্থিতি কম থাকায় বিক্রিবাট্টাও কমেছে আশঙ্কাজনক হারে।

বাংলাদেশের জার্সি বিক্রেতা মো. রুবেল বলেন, ‘বাংলাদেশ জিতলে আমাদের পেট ভরে। গত শুক্রবার বাংলাদেশ হারায় আজ (শনিবার) কোনো বিক্রি নেই। সারা দিনে দুটি জার্সি বিক্রি করেছি। খেলা দেখতে এসে কিছু না কিনেই দর্শকেরা চলে যাচ্ছেন। সিরিজজুড়েই পতাকা ও জার্সি বিক্রির আশা ছিল। তবে বিক্রিবাট্টা এমন থাকলে টেস্ট খেলার সময় মিরপুরে আসব না।’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহমি পতাকা, জার্সি কিনছিলেন স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে। তিনি জানান, বাংলাদেশ দলের জার্সি পরে খেলা দেখার আনন্দ অন্য রকম। দীর্ঘদিন পর মাঠে আসতে পেরে ভালো লাগছে।

সমাগম বাড়ায় স্টেডিয়ামের আশপাশের ছোট ছোট খাবারের দোকান, শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট এবং চায়ের স্টলেও বিক্রি বেড়েছে। এ ছাড়া স্টেডিয়ামের বিপরীতে থাকা ফ্যাশন হাউসগুলোয় কেনাকাটা বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

মিরপুর সুইমিং কমপ্লেক্সের গেটে খেলনা বাঘ বিক্রি করেন মোরশেদ ইসলাম। দুপুরে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে মাত্র ২০টা খেলনা বিক্রি করেছি। আজ (শনিবার) এ পর্যন্ত পাঁচটা খেলনাও বিক্রি করতে পারিনি। খেলা শেষে কেউ আর এসব কেনে না। তবে বাংলাদেশ ভালো খেললে বিক্রি বাড়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত