Ajker Patrika

৫০ কোটি টাকা শোধ না করে পালান জামাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৮
৫০ কোটি টাকা শোধ না করে পালান জামাল

৫০ কোটি টাকার মতো ঋণ পরিশোধ না করে আত্মগোপনে থাকা খাতুনগঞ্জের ব্যবসায়ী শাহ জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

খাতুনগঞ্জের শেখ মার্কেটের মেসার্স শাহ জামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহ জামালের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দায়ের করা ১৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। এর মধ্যে নগরীর চকবাজার থানায় ৭টি সিআর মামলা আছে। এ সব মামলার মধ্যে অধিকাংশ মামলায় তিনি সাজাপ্রাপ্ত।

ওসি নেজাম উদ্দিন বলেন, শাহ জামালের কাছে খাতুনগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীর ৫০ কোটি টাকার মতো ঋণ আছে। এ সব পরিশোধ না করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মাঝখানে ১৬টি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে তাঁকে একবার গ্রেপ্তার করা হয়। এরপর জামিনে বের হয়ে জামিনে বের হয়ে তিনি পুনরায় বিভিন্ন ব্যবসায়ীর কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। পরে আবার আত্মগোপনে চলে যান।

কৌশলে শাহ জামাল খাতুনগঞ্জের ব্যবসায়ী মহলে ছড়িয়ে দেন, বিদেশে পালিয়ে গেছেন তিনি। তাঁর এক ছেলে অস্ট্রেলিয়া ও এক ছেলে কানাডায় থাকার কারণে অনেকে বিষয়টি বিশ্বাস করেন। তবে দেশেই আত্মগোপনে ছিলেন তিনি।

ওসি বলেন, তাঁকে গ্রেপ্তারে কোতোয়ালি থানার একটি দল দীর্ঘদিন ধরে ছদ্মবেশে কাজ করে আসছিল। গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা নিশ্চিত হন, শাহ জামাল চকবাজারের চন্দনপুরার বাসায় অবস্থান করছেন। রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত