Ajker Patrika

তিন বিষয়ে পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০: ০৪
তিন বিষয়ে পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ

তিন বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা ২০২১ সালের মতো তিন বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি করে। তারা ২০২২ সালে সরকার ঘোষিত ৭০ শতাংশ সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণার প্রতিবাদ করে।

শিক্ষার্থীরা জানায়, করোনা মহামারির কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সিলেবাস শেষ করতে পারেনি। তাই পুরো সিলেবাসের ওপর পরীক্ষা হলে তাদের জন্য উত্তর দেওয়া কঠিন হবে। এ কারণে বিশেষ বিবেচনায় আগামী ২০২২ সালের এসএসসি পরীক্ষা গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে ও সিলেবাস কমিয়ে ৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, একই দাবিতে গত ১০ ডিসেম্বর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ ও অবরোধ করে শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত