ঢামেক প্রতিনিধি
যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে মারা যান রিপন মিয়া (৪৫) এবং সকাল সাড়ে ৯টার দিকে মারা যান আবুল কালাম (৫৮)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (আইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ এবং কালামের শরীরের ৮০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান বিশ্বনাথ (৬০)। তাঁর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
ডা. আইউব হোসেন আরও জানান, গত শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ এলাকা থেকে ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শফিকুল ইসলাম (৪০) ৭৮ শতাংশ ও কবির হোসেন (৪০) ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
মৃত কালামের স্ত্রী রিনা বেগম জানান, তাঁরা গেন্ডারিয়া স্বতিশ সরকার রোডে থাকেন। বিস্ফোরণ হওয়া সিলিন্ডারের দোকানে তাঁর স্বামী কাজ করতেন। রিপনের ভগ্নিপতি আকবর হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বর্তমানে সায়েদাবাদ এলাকায় একটি মেসে থাকতেন রিপন এবং ওই গ্যাস সিলিন্ডারের দোকানের ভ্যানচালক ছিলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় সায়েদাবাদ জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ ঘটে। এত ছয়জন দগ্ধ হন।
যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে মারা যান রিপন মিয়া (৪৫) এবং সকাল সাড়ে ৯টার দিকে মারা যান আবুল কালাম (৫৮)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (আইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ এবং কালামের শরীরের ৮০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান বিশ্বনাথ (৬০)। তাঁর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
ডা. আইউব হোসেন আরও জানান, গত শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ এলাকা থেকে ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শফিকুল ইসলাম (৪০) ৭৮ শতাংশ ও কবির হোসেন (৪০) ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
মৃত কালামের স্ত্রী রিনা বেগম জানান, তাঁরা গেন্ডারিয়া স্বতিশ সরকার রোডে থাকেন। বিস্ফোরণ হওয়া সিলিন্ডারের দোকানে তাঁর স্বামী কাজ করতেন। রিপনের ভগ্নিপতি আকবর হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বর্তমানে সায়েদাবাদ এলাকায় একটি মেসে থাকতেন রিপন এবং ওই গ্যাস সিলিন্ডারের দোকানের ভ্যানচালক ছিলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় সায়েদাবাদ জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ ঘটে। এত ছয়জন দগ্ধ হন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪