Ajker Patrika

অষ্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
অষ্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ও পূর্ব অষ্টগ্রাম ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ছাপিয়ে প্রচার চালানোর অভিযোগ উঠেছে। দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ তিনজনের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রচারবিধি ভঙ্গের চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে উপজেলা নির্বাচন অফিস।

অষ্টগ্রামের আট ইউপিতে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি। তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর প্রচারের নিয়ম থাকলেও আগেই পোস্টার ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর অভিযোগ উঠেছে দুই চেয়ারম্যান ও এক সংরক্ষিত আসনের নারী প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তি ও সব প্রার্থীর সমঅধিকার নিশ্চিতের দাবি তুলেছেন অন্য প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম সদরে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ ফারুক আহমেদ (স্বতন্ত্র) ও পূর্ব অষ্টগ্রামের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ সাঈদ আহমেদ (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে ও পূর্ব অষ্টগ্রাম ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনের প্রার্থী রুপালী আক্তার প্রতীক বরাদ্দের আগে পোস্টার ছাপিয়ে প্রচার চালাচ্ছেন। তাঁদের অগ্রিম ছাপানো পোস্টার ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সৈয়দ ফারুক আহমেদ বলেন, তিনিই একমাত্র ঘোড়া প্রতীক বরাদ্দ চেয়েছেন। সেটা জেনে কেউ হয়তো ফেসবুকে দিয়েছেন বলে শুনেছেন তিনি। তবে কোথাও পোস্টার লাগানো হয়নি।

পূর্ব অষ্টগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান মো. কাছেদ মিয়া বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। আচরণবিধি লঙ্ঘনের জন্য রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করছি। প্রচারে বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম ভূঁইয়া মোবাইল ফোনে বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে আচরণবিধি না মেনে প্রচার চালানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে নোটিশ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত