Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

পাবনার ঈশ্বরদীতে বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধা-জনতার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সন্ধ্যায় ঈশ্বরদী শহরে মাহবুব আহমেদ খান উন্মুক্ত স্মৃতি মঞ্চে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান ও বর্তমানে পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রাজ্জাক মিলনের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, শ্রমিক নেতা মো. রশিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা হাবিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।

বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে ঈশ্বরদীর বিশিষ্টজন, কলাম লেখক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।

সাংসদ নুরুজ্জামান বিশ্বাস বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি প্রকাশ্য জনসমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার শহরের থানাপাড়ায় নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত ও আহত করা হয়। পরদিন রাতে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে থানাপাড়ার আলতাফ হোসেন, বিপন হোসেনসহ চার থেকে পাঁচজনের নামে মামলা করেন। তবে কেউ গ্রেপ্তার হয়নি।

জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত