Ajker Patrika

রেলওয়ের জমি থেকে বহুতল ভবন উচ্ছেদ

পাবনা ও ভাঙ্গুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৭: ৩৫
রেলওয়ের জমি থেকে  বহুতল ভবন উচ্ছেদ

পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ের জমিতে নির্মিত অবৈধ বহুতল ভবন অবশেষে উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল বুধবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এতে প্রথম দিনে প্রায় ১০টি ভবন ভাঙা হয়। এ ছাড়া ২২জন ভবন মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

এর আগে গত এক মাস ধরে দখলদারদের নিজ দায়িত্বে এসব ভবন ভেঙে নেওয়ার জন্য বারবার নোটিশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর শহরের ভাঙ্গুড়া ও শরৎনগর বাজারে রেলওয়ের প্রায় অর্ধশত বিঘা জমি রয়েছে। প্রায় দেড় যুগ ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব জায়গা দখলে নিয়ে ভবন নির্মাণ করছেন। এরই মধ্যে অনেক দখলদার এসব জায়গা বিক্রি করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। তবে সর্বশেষ কয়েক বছরে দখলদারেরা আরসিসি ভিত দিয়ে দুই-তিন তলা ভবন নির্মাণ করেছেন। এসব অবৈধ ভবন নির্মাণ বন্ধে রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের নোটিশ দিয়েছেন। তবে দখলদারেরা কর্তৃপক্ষের নোটিশ মানেননি। এ অবস্থায় রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদের দোতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। গত সপ্তাহে তিনি দুইতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করেন। এরপর ব্যবসায়ী আব্দুর রউফ, নুরুজ্জামান, আবুল কাশেম ও গোলাম মোস্তফার ভবনসহ অন্তত ১০টি ভবন ভেঙে ফেলা হয়। তবে এসব ভবনের নিচের তলা অক্ষত রাখা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, শহরে প্রায় ৫১টি অবৈধ বহুতল ভবন রয়েছে। পর্যায়ক্রমে এগুলো ভাঙা হচ্ছে। এ ছাড়া ২২ জনকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত