আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
সমাজের আর দশজন যখন বনজঙ্গল উজাড় করছেন, তখন বয়সের ভারে নুয়ে পড়া শওকত আলী মাস্টার (৮৫) গাছ পরিচর্যায় ব্যস্ত। সুযোগ পেলেই রোপণ করেন ফলদ ও বনজ গাছের চারা। অন্যদের উৎসাহিত করেন গাছ রোপণ করতে।
বৃক্ষপ্রেমী শওকতের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে। পেশায় হোমিও চিকিৎসক। এ ছাড়া তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। তিনি ১৯৬৯ সালে স্নাতক পাস করেন। ১৯৭০ সালে ইংরেজি বিষয়ে শিক্ষকতার চাকরি নেন। এরপর ৩৭ বছর চাকরিজীবনে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। পাশাপাশি হোমিও চিকিৎসক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। তাঁর দুই ছেলে দুই মেয়ে। বড় মেয়ে শাহানা মারা গেছেন। স্ত্রী আমিনা বেগম গৃহিণী।
জানা গেছে, ছোটবেলা থেকেই গাছ লাগানো শওকতের নেশা। শিক্ষকতা জীবনে বেতন তুলে সাংসরিক কাজে ব্যয়ের আগে গাছ কিনতেন প্রথমে। প্রায় ৫০ বছর ধরে এমন কাজ করছেন তিনি। ঘরের আঙিনা, উঠানে কিংবা পুকুরপাড়সহ পুরো বসতভিটায় রয়েছে নারিকেল, কাজুবাদাম, পেস্তাবাদাম, কাঠবাদাম, আমলকী, হরীতকী, বহেরা, অর্জুন, তুলসীসহ প্রায় ১০০ প্রজাতির ফলদ ও বনজ গাছ। তিনি যেখানেই বিরল জাতের গাছ পান, সংগ্রহ করে বসতভিটায় রোপণ করেন।
শওকত মাস্টার বলেন, ‘ছেলেমেয়ের মতোই আমি গাছকে ভালোবাসি। সারা জীবন গাছের সঙ্গেই কাটিয়েছি। বাকি জীবনটাও কাটাতে চাই।’
কলেজছাত্র নিবির বলেন, `বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে শওকত মাস্টার তাঁদের গ্রামের নাম অন্য এলাকায় ছড়িয়েছেন। তিনি একজন গাছপ্রিয় মানুষ। তিনি আমাদের গাছের চারা রোপণ করতে উৎসাহিত করেন।’
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ মুন্না বলেন, `শওকত মাস্টারের বাড়িতে আমি বেশ কয়েকবার গিয়েছি। তাঁর বসতভিটায় শতাধিক বিরল প্রজাতির গাছ রয়েছে। নিজের চেষ্টায় তিনি এগুলো সংগ্রহ করেছেন। তাঁর উদ্যোগ কৃষিক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
সমাজের আর দশজন যখন বনজঙ্গল উজাড় করছেন, তখন বয়সের ভারে নুয়ে পড়া শওকত আলী মাস্টার (৮৫) গাছ পরিচর্যায় ব্যস্ত। সুযোগ পেলেই রোপণ করেন ফলদ ও বনজ গাছের চারা। অন্যদের উৎসাহিত করেন গাছ রোপণ করতে।
বৃক্ষপ্রেমী শওকতের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে। পেশায় হোমিও চিকিৎসক। এ ছাড়া তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। তিনি ১৯৬৯ সালে স্নাতক পাস করেন। ১৯৭০ সালে ইংরেজি বিষয়ে শিক্ষকতার চাকরি নেন। এরপর ৩৭ বছর চাকরিজীবনে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। পাশাপাশি হোমিও চিকিৎসক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। তাঁর দুই ছেলে দুই মেয়ে। বড় মেয়ে শাহানা মারা গেছেন। স্ত্রী আমিনা বেগম গৃহিণী।
জানা গেছে, ছোটবেলা থেকেই গাছ লাগানো শওকতের নেশা। শিক্ষকতা জীবনে বেতন তুলে সাংসরিক কাজে ব্যয়ের আগে গাছ কিনতেন প্রথমে। প্রায় ৫০ বছর ধরে এমন কাজ করছেন তিনি। ঘরের আঙিনা, উঠানে কিংবা পুকুরপাড়সহ পুরো বসতভিটায় রয়েছে নারিকেল, কাজুবাদাম, পেস্তাবাদাম, কাঠবাদাম, আমলকী, হরীতকী, বহেরা, অর্জুন, তুলসীসহ প্রায় ১০০ প্রজাতির ফলদ ও বনজ গাছ। তিনি যেখানেই বিরল জাতের গাছ পান, সংগ্রহ করে বসতভিটায় রোপণ করেন।
শওকত মাস্টার বলেন, ‘ছেলেমেয়ের মতোই আমি গাছকে ভালোবাসি। সারা জীবন গাছের সঙ্গেই কাটিয়েছি। বাকি জীবনটাও কাটাতে চাই।’
কলেজছাত্র নিবির বলেন, `বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে শওকত মাস্টার তাঁদের গ্রামের নাম অন্য এলাকায় ছড়িয়েছেন। তিনি একজন গাছপ্রিয় মানুষ। তিনি আমাদের গাছের চারা রোপণ করতে উৎসাহিত করেন।’
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ মুন্না বলেন, `শওকত মাস্টারের বাড়িতে আমি বেশ কয়েকবার গিয়েছি। তাঁর বসতভিটায় শতাধিক বিরল প্রজাতির গাছ রয়েছে। নিজের চেষ্টায় তিনি এগুলো সংগ্রহ করেছেন। তাঁর উদ্যোগ কৃষিক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫