গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
‘বাড়িতে মা খুব অসুস্থ, জরুরি দুই দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলাম। আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে না পারলে হয়তো চাকরিটাই হারাতে হবে। গণপরিবহন বন্ধ থাকায় তিনগুণ বেশি ভাড়া দিয়ে মাহেন্দ্রতে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসেছি।’ কথাগুলো যশোর থেকে দৌলতদিয়া ফেরিঘাট আসা আলী আহসানের। তিনি রাজধানীর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
আলী আহসান বলেন, বৃহস্পতিবার অনেকের মুখে শুনেছিলাম গাড়ি বন্ধ থাকবে। আবার অনেকেই বলেছিল গাড়ি চলবে। নিশ্চিত না হতে পেরে বৃহস্পতিবার ঢাকা যাইনি। ভেবেছিলাম শুক্রবার গাড়ি চলবে। কিন্তু এখন দেখছি বন্ধ। পথে পথে অনেক ভোগান্তির শিকার হয়েছি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট মালিক-শ্রমিকেরা। তবে জরুরি কিছু পণ্যবাহী ট্রাক চলতে দেখা যায়। গতকাল শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কোনো দূরপাল্লার বাস পারাপার হতে দেখা যায়নি।
গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় তাঁরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সে জন্য গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া।
দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া বাস টার্মিনালে থাকা লোকাল বাস কাউন্টার বন্ধ রয়েছে। ছেড়ে যাচ্ছে না কোনো বাস। বাস না চলায় অনেক যাত্রীকে মাহেন্দ্র, অটোরিকশা, মোটরসাইকেল করে ঘাটে আসতে দেখা গেছে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকা যাবেন রেজাউল করিম। তিনি বলেন, ‘কুমারখালী থেকে ঢাকার ভাড়া ৩৫০ টাকা। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল ভাড়া করে শুধুমাত্র দৌলতদিয়া ঘাটে আসতেই লেগেছে ৪০০ টাকা।’ তিনি আরও বলেন, ‘ঢাকায় নতুন চাকরি হয়েছে। চাকরিতে যোগ দিতে আজই সেখানে যেতে হবে। কিন্তু বাস বন্ধ। বিকল্প উপায়ে যেতে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।’
দৌলতদিয়া বাস টার্মিনালে কথা হয় এক শ্রমিক নেতার সঙ্গে। তিনি বলেন, মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বাস বন্ধ আছে। তাই কাউন্টার বন্ধ রেখেছেন তাঁরা। শুক্রবার রাতের মধ্যে বাস চালু হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
কথা হয় যশোর থেকে আসা সবজি বোঝাই ট্রাক চালক সেলিম খানের সঙ্গে। তিনি বলেন, আমাদেরও আসতে ইচ্ছে ছিল না। কয়েক দিন আগের ট্রিপটি ধরা তাই লস হলেও যেতে বাধ্য হচ্ছি। তেলের দাম বেড়েছে কিন্তু ভাড়া আগের মতোই আছে। এই ট্রিপে লস হবে।
‘বাড়িতে মা খুব অসুস্থ, জরুরি দুই দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলাম। আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে না পারলে হয়তো চাকরিটাই হারাতে হবে। গণপরিবহন বন্ধ থাকায় তিনগুণ বেশি ভাড়া দিয়ে মাহেন্দ্রতে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসেছি।’ কথাগুলো যশোর থেকে দৌলতদিয়া ফেরিঘাট আসা আলী আহসানের। তিনি রাজধানীর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
আলী আহসান বলেন, বৃহস্পতিবার অনেকের মুখে শুনেছিলাম গাড়ি বন্ধ থাকবে। আবার অনেকেই বলেছিল গাড়ি চলবে। নিশ্চিত না হতে পেরে বৃহস্পতিবার ঢাকা যাইনি। ভেবেছিলাম শুক্রবার গাড়ি চলবে। কিন্তু এখন দেখছি বন্ধ। পথে পথে অনেক ভোগান্তির শিকার হয়েছি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট মালিক-শ্রমিকেরা। তবে জরুরি কিছু পণ্যবাহী ট্রাক চলতে দেখা যায়। গতকাল শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কোনো দূরপাল্লার বাস পারাপার হতে দেখা যায়নি।
গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় তাঁরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সে জন্য গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া।
দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া বাস টার্মিনালে থাকা লোকাল বাস কাউন্টার বন্ধ রয়েছে। ছেড়ে যাচ্ছে না কোনো বাস। বাস না চলায় অনেক যাত্রীকে মাহেন্দ্র, অটোরিকশা, মোটরসাইকেল করে ঘাটে আসতে দেখা গেছে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকা যাবেন রেজাউল করিম। তিনি বলেন, ‘কুমারখালী থেকে ঢাকার ভাড়া ৩৫০ টাকা। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল ভাড়া করে শুধুমাত্র দৌলতদিয়া ঘাটে আসতেই লেগেছে ৪০০ টাকা।’ তিনি আরও বলেন, ‘ঢাকায় নতুন চাকরি হয়েছে। চাকরিতে যোগ দিতে আজই সেখানে যেতে হবে। কিন্তু বাস বন্ধ। বিকল্প উপায়ে যেতে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।’
দৌলতদিয়া বাস টার্মিনালে কথা হয় এক শ্রমিক নেতার সঙ্গে। তিনি বলেন, মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বাস বন্ধ আছে। তাই কাউন্টার বন্ধ রেখেছেন তাঁরা। শুক্রবার রাতের মধ্যে বাস চালু হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
কথা হয় যশোর থেকে আসা সবজি বোঝাই ট্রাক চালক সেলিম খানের সঙ্গে। তিনি বলেন, আমাদেরও আসতে ইচ্ছে ছিল না। কয়েক দিন আগের ট্রিপটি ধরা তাই লস হলেও যেতে বাধ্য হচ্ছি। তেলের দাম বেড়েছে কিন্তু ভাড়া আগের মতোই আছে। এই ট্রিপে লস হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪