Ajker Patrika

সেই গাড়ির তিন যাত্রীর পরিচয় পায়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৩৯
সেই গাড়ির তিন যাত্রীর পরিচয় পায়নি পুলিশ

রাজধানীর মহাখালীতে গাড়ি উল্টে দুই তরুণের মৃত্যুর ঘটনায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলে ইশরাক আহমেদ স্বাধীনের সঙ্গে কথা বলেছে পুলিশ। দুর্ঘটনার সময় তিনিও ওই গাড়িতে ছিলেন। দুই পায়ে আঘাত পেয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

গত মঙ্গলবার ভোররাতে মহাখালীর রাওয়া ক্লাবের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এতে আয়মান ওমর (২০) ও ফাহমিদ আহমেদ রাইয়ান (২০) নামে দুই তরুণের মৃত্যু হয়।

স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার রাত ৪টা ৫৫ মিনিটে রাওয়া ক্লাবের সামনে এসে ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লেগে মিতসুবিশি পাজেরো ব্র্যান্ডের একটি আউটল্যান্ডার গাড়ি ছয়টি ডিগবাজি খায়। এ সময় গাড়ি থেকে দুজন ছিটকে বেরিয়ে যান। গাড়িটিও এতে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ভোররাতেই কাফরুল থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। এসব মামলার তদন্ত করছেন এসআই আলমগীর জলিল। ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। গতকাল বুধবার পুলিশের এই কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন অন্তত সাতজন। তাদের মধ্যে তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। স্বাধীনও তাঁদের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। ঘটনার দিনই ওই তিনজনের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। তাঁরা রাইয়ানের বন্ধু। তাঁদের ব্যাপারে গাড়িচালক মহসিনও কিছু জানাতে পারেননি।

এসআই জলিল আরও জানান, এ ঘটনায় নিহত দুই তরুণের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা অপমৃত্যুর মামলা করেছেন। এসব মামলা তদন্ত করার কিছু নেই। ময়নাতদন্ত ছাড়াই দুই তরুণের লাশ তাঁদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ নেই পরিবারের

দুর্ঘটনাকবলিত গাড়িটি গতকাল কাফরুল থানার সামনে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেল, গাড়িটি দুর্ঘটনায় নিহত রাইয়ানের বাবা প্রয়াত ইলিয়াস আহমেদের নামে নিবন্ধিত। রাইয়ানের মামা জানান, এ ঘটনায় তাঁদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। রাইয়ানের লাশ মঙ্গলবারই দাফন করা হয়েছে। রাইয়ান কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। করোনার কারণে দেশে আটকা পড়েছিলেন। কিছুদিনের মধ্যেই তাঁর কানাডা ফেরার কথা।

আয়মান ওমরের বাবা আবু তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, দুর্ঘটনায় তাঁর ভাগনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তাঁদেরও কোনো অভিযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত