Ajker Patrika

করোনায় দেশে স্বস্তি ইউরোপে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১২: ৫৬
করোনায় দেশে স্বস্তি ইউরোপে শঙ্কা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমেই নিম্নমুখী। এক সপ্তাহ ধরে মৃতের সংখ্যা ১০ জনের নিচে। সর্বশেষ গতকাল শুক্রবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশজুড়ে সাতজনের প্রাণহানি ঘটে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হন ৩০৫ জন। আর শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ।

দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমলেও বিশ্বে চিত্র বদলাচ্ছে। বিশেষ করে ইউরোপে সংক্রমণ বেড়েছে। এদিকে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ লাখ ছুঁতে চলেছে।

গতকাল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৫৪ জন এবং শনাক্ত হওয়া ৩০৫ জনকে নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

গতকাল যে সাতজন মারা গেছে তার মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।

দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। একই সঙ্গে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসের ডেলটা ধরন। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপেও সম্প্রতি কমতে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে গত টানা তিন সপ্তাহ ধরে তা আবারও বেড়েছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এর আগের সাত দিনের তুলনায় ৪ শতাংশ বেশি।

অপরদিকে এক সপ্তাহে আগেও বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ ৪ শতাংশ কমে এলেও, একই সময়ের মধ্যে ইউরোপজুড়ে তা বেড়েছে ৭ শতাংশ। আর গত সাত দিনে শুধুমাত্র ইউরোপেই সংক্রমণ বেড়েছে ১৮ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস বলেছেন, ‘দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে এখন আবার করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। করোনা মহামারি শেষ হতে যে এখনো অনেক সময় বাকি, এটি তারই ইঙ্গিত।’

এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ লাখে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার ৭২০ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত