নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমেই নিম্নমুখী। এক সপ্তাহ ধরে মৃতের সংখ্যা ১০ জনের নিচে। সর্বশেষ গতকাল শুক্রবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশজুড়ে সাতজনের প্রাণহানি ঘটে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হন ৩০৫ জন। আর শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ।
দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমলেও বিশ্বে চিত্র বদলাচ্ছে। বিশেষ করে ইউরোপে সংক্রমণ বেড়েছে। এদিকে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ লাখ ছুঁতে চলেছে।
গতকাল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৫৪ জন এবং শনাক্ত হওয়া ৩০৫ জনকে নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।
গতকাল যে সাতজন মারা গেছে তার মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।
দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। একই সঙ্গে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসের ডেলটা ধরন। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি বলছে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপেও সম্প্রতি কমতে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে গত টানা তিন সপ্তাহ ধরে তা আবারও বেড়েছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এর আগের সাত দিনের তুলনায় ৪ শতাংশ বেশি।
অপরদিকে এক সপ্তাহে আগেও বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ ৪ শতাংশ কমে এলেও, একই সময়ের মধ্যে ইউরোপজুড়ে তা বেড়েছে ৭ শতাংশ। আর গত সাত দিনে শুধুমাত্র ইউরোপেই সংক্রমণ বেড়েছে ১৮ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস বলেছেন, ‘দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে এখন আবার করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। করোনা মহামারি শেষ হতে যে এখনো অনেক সময় বাকি, এটি তারই ইঙ্গিত।’
এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ লাখে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার ৭২০ জনের।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমেই নিম্নমুখী। এক সপ্তাহ ধরে মৃতের সংখ্যা ১০ জনের নিচে। সর্বশেষ গতকাল শুক্রবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশজুড়ে সাতজনের প্রাণহানি ঘটে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হন ৩০৫ জন। আর শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ।
দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমলেও বিশ্বে চিত্র বদলাচ্ছে। বিশেষ করে ইউরোপে সংক্রমণ বেড়েছে। এদিকে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ লাখ ছুঁতে চলেছে।
গতকাল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৫৪ জন এবং শনাক্ত হওয়া ৩০৫ জনকে নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।
গতকাল যে সাতজন মারা গেছে তার মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।
দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। একই সঙ্গে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসের ডেলটা ধরন। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি বলছে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপেও সম্প্রতি কমতে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে গত টানা তিন সপ্তাহ ধরে তা আবারও বেড়েছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এর আগের সাত দিনের তুলনায় ৪ শতাংশ বেশি।
অপরদিকে এক সপ্তাহে আগেও বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ ৪ শতাংশ কমে এলেও, একই সময়ের মধ্যে ইউরোপজুড়ে তা বেড়েছে ৭ শতাংশ। আর গত সাত দিনে শুধুমাত্র ইউরোপেই সংক্রমণ বেড়েছে ১৮ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস বলেছেন, ‘দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে এখন আবার করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। করোনা মহামারি শেষ হতে যে এখনো অনেক সময় বাকি, এটি তারই ইঙ্গিত।’
এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ লাখে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার ৭২০ জনের।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৫ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪