Ajker Patrika

এবার বন্ধ আলেশা মার্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৮
এবার বন্ধ আলেশা মার্ট

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিশিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাহীনতাকে কারণ দেখিয়ে গত বুধবার দিবাগত রাত তিনটায় নিজেদের ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয় তারা।

সাম্প্রতিক সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ রয়েছে। প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন। মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে। সরকারের তরফ থেকে আলেশা মার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে।

আলেশা মার্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘অনাকাঙ্ক্ষিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্ট-এর সব অফিশিয়াল কার্যক্রম আজ থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল (বুধবার) আমাদের অফিসে কতিপয় লোকের দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা এবং বলপ্রয়োগের চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বলপ্রয়োগকারীরা আমাদের কাস্টমার নয়, তাদের পেমেন্ট শিডিউল ছিল না, এমনকি এসএমএস পায়নি। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা পাওয়ার পরই পুনরায় আমাদের কার্যক্রম শুরু করা হবে। এ পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। তাঁর হোয়াটসঅ্যাপে কল করা হলেও তিনি সাড়া দেননি।

আলেশা মার্টের মূল অফিস রাজধানীর বনানীতে। তেজগাঁওয়ের নাসরিন টাওয়ারে তাদের আরেকটি অফিস রয়েছে। এ ছাড়া রাজধানীর হাজারীবাগে তাদের একটি ওয়্যার হাউস আছে।

গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত মাসে আলেশা মার্ট বিশেষ মূল্যছাড়ে মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য বিক্রির জন্য পাঁচ দফা প্রচার চালায়। এতে ৪৫ হাজারের বেশি গ্রাহক পণ্যের অর্ডার দেন। চার দফা প্রচারণায় পণ্য ডেলিভারি দেওয়া হলেও পঞ্চম দফায় ৭ হাজার ৩০০ গ্রাহকের অর্ডারের মোটরসাইকেল দিতে পারেনি তারা।

আলেশা মার্টের কাছে গ্রাহকেরা ২০০ কোটি টাকার বেশি পাওনা আছে বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...