Ajker Patrika

সীতাকুণ্ডে আহতদের অনেকেই ভুগছেন চোখের সমস্যায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ জুন ২০২২, ১৩: ১১
সীতাকুণ্ডে আহতদের অনেকেই ভুগছেন চোখের সমস্যায়

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বেশির ভাগ রোগী দীর্ঘমেয়াদি চোখের সমস্যায় ভুগবেন। এ আশঙ্কার কথা জানিয়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) মহাসচিব ডা. এম এ আজিজ।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করেন এম এ আজিজ। এরপর সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের পরিচালকের সম্মেলনে কক্ষে এক বিফ্রিংয়ে রোগীদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. এম এ আজিজ বলেন, ‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত হয়ে ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন ৬৩ জন রোগীকে আমি দেখেছি। তাঁদের দেখে মনে হলো, এই রোগীরা প্রাথমিক অবস্থায় সেরে উঠলেও বেশির ভাগ রোগীই চোখের দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগবেন। অবশ্যই তাঁদের নিয়মিত নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।’

এ মানবিক বিপর্যয়কে হত্যাকাণ্ড হিসেবে দেখানোর প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেন স্বাচিপের এ মহাসচিব। তিনি আরও বলেন, এত বড় মানবিক বিপর্যয়ের পরও একটি মহল এটিকে বিতর্কিত করে হত্যাকাণ্ড বলতে চাচ্ছে। কিছু ভুল ও সমন্বয়হীনতা অবশ্যই আছে। সেটির সমালোচনাও হবে। তবে সমালোচনাটা এমনভাবে করা উচিত না, যাতে সমাজের ক্ষতি হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় বর্তমানে ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে চমেক হাসপাতালের আইসিইউতে থাকা একজনকে অর্থোপেডিক ওয়ার্ডে নেওয়া হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন। এ ছাড়া বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে ভর্তি থাকা একজনের অবস্থা এখনো সংকটাপন্ন। তবে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীটির অবস্থা স্থিতিশীল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত