নুরুল আমীন রবীন, শরীয়তপুর
শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ভাঙন রোধে ৩১৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। গত ৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় নড়িয়া ও সদর উপজেলায় কীর্তিনাশা নদীর উভয় পাড়ের ১২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড ২০১৯ সালে কীর্তিনাশা নদীর ভাঙন রোধে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্পের প্রস্তাব পাঠায়। প্রস্তাবে নড়িয়া ও সদর উপজেলায় কীর্তিনাশা নদীর উভয় তীরে ১৫টি স্থানে ১২ কিলোমিটার নদী রক্ষা বাঁধ নির্মাণের বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে এই এলাকায় জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে দুটি রেগুলেটর স্থাপনের প্রস্তাব করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের নদীর দুই তীরের বসত বাড়ি, ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা, হাট-বাজার সড়কসহ বিভিন্ন অবকাঠামো ও সম্পদ রক্ষা পাবে।
গত দুই বছরে শরীয়তপুর সদর উপজেলার ৬টি গ্রামের অন্তত দেড় শতাধিক পরিবার নদী ভাঙনে গৃহহীন হয়। চলতি বছরও শতাধিক বসতি ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়।
শরীয়তপুর সদরের তুলাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, ‘কীর্তিনাশার ভাঙনে পাঁচ বছর আগে চন্দ্রপুর-শরীয়তপুর সড়কের ৫০০ মিটার বিলীন হয়ে যায়। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ভেঙে যাওয়ায় ৫টি ইউনিয়নের মানুষের ভোগান্তিতে পড়েছেন।’
শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ‘গত কয়েক বছরে পদ্মায় ব্যাপক ভাঙন ছিল। যার প্রভাব পড়েছে কীর্তিনাশা নদীতেও। বর্ষা মৌসুম শুরু হলে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হতো। নতুন প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার নদী রক্ষা বাঁধ নির্মাণ হলে সুফল পাবেন স্থানীয় বাসিন্দারা।’
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘পদ্মা ও কীর্তিনাশা নদীর ভাঙনে মানুষ বিপর্যস্ত। পদ্মা নদীর ভাঙন রোধে একাধিক জায়গায় কাজ চলছে। এখন কীর্তিনাশা নদীর ভাঙন রোধে প্রধানমন্ত্রী ৩১৯ কোট টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।’
শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ভাঙন রোধে ৩১৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। গত ৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় নড়িয়া ও সদর উপজেলায় কীর্তিনাশা নদীর উভয় পাড়ের ১২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড ২০১৯ সালে কীর্তিনাশা নদীর ভাঙন রোধে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্পের প্রস্তাব পাঠায়। প্রস্তাবে নড়িয়া ও সদর উপজেলায় কীর্তিনাশা নদীর উভয় তীরে ১৫টি স্থানে ১২ কিলোমিটার নদী রক্ষা বাঁধ নির্মাণের বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে এই এলাকায় জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে দুটি রেগুলেটর স্থাপনের প্রস্তাব করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের নদীর দুই তীরের বসত বাড়ি, ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা, হাট-বাজার সড়কসহ বিভিন্ন অবকাঠামো ও সম্পদ রক্ষা পাবে।
গত দুই বছরে শরীয়তপুর সদর উপজেলার ৬টি গ্রামের অন্তত দেড় শতাধিক পরিবার নদী ভাঙনে গৃহহীন হয়। চলতি বছরও শতাধিক বসতি ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়।
শরীয়তপুর সদরের তুলাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, ‘কীর্তিনাশার ভাঙনে পাঁচ বছর আগে চন্দ্রপুর-শরীয়তপুর সড়কের ৫০০ মিটার বিলীন হয়ে যায়। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ভেঙে যাওয়ায় ৫টি ইউনিয়নের মানুষের ভোগান্তিতে পড়েছেন।’
শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ‘গত কয়েক বছরে পদ্মায় ব্যাপক ভাঙন ছিল। যার প্রভাব পড়েছে কীর্তিনাশা নদীতেও। বর্ষা মৌসুম শুরু হলে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হতো। নতুন প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার নদী রক্ষা বাঁধ নির্মাণ হলে সুফল পাবেন স্থানীয় বাসিন্দারা।’
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘পদ্মা ও কীর্তিনাশা নদীর ভাঙনে মানুষ বিপর্যস্ত। পদ্মা নদীর ভাঙন রোধে একাধিক জায়গায় কাজ চলছে। এখন কীর্তিনাশা নদীর ভাঙন রোধে প্রধানমন্ত্রী ৩১৯ কোট টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪