Ajker Patrika

আজ আইসিইউ থেকে ছাড়া পাচ্ছেন আকিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১২: ২৫
আজ আইসিইউ থেকে ছাড়া পাচ্ছেন আকিব

প্রায় দুই সপ্তাহ চিকিৎসা শেষে আজ আইসিইউ থেকে ছাড়া পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষার্থী মাহাদী জে আকিব (২১)। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা অনেকটাই শঙ্কামুক্ত। তাই আজ রোববার তাঁকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে।

ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গত ৩০ অক্টোবর এক গ্রুপের চালানো হামলায় মারাত্মক আহত হন এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিব। ওই দিনই অপারেশনের পরপর আইসিইউতে নেওয়া হয় তাঁকে।

গতকাল শনিবার চমেকের অধ্যাপক ও ক্লিনিক্যাল নিউরো সার্জন এবং নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস এম নোমান খালেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আকিবের শারীরিক অবস্থা এখন অনেক ভালো। কারও সাহায্য ছাড়াই চলতে পারছে; হাঁটতে পারছে। যে কারণে তাকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

চিকিৎসক নোমান খালেদ জানান, আকিবের প্রায় পুরো মাথাটাই থেঁতলানো ছিল। প্রচুর রক্তক্ষরণ হয় মস্তিষ্কেও। পরে অপারেশন করে মাথার কিছু অংশ তাঁর পেটের নিচে সংরক্ষণ করে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে তিন থেকে ছয় মাসের মধ্যে মাথার যে অংশটি সংরক্ষণ করে রাখা হয়েছে সেটি জায়গামতো বসিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত