Ajker Patrika

নিরাপত্তার চাদরে নির্বাচন

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১: ২২
নিরাপত্তার চাদরে নির্বাচন

কাউনিয়া উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আজ রোববার। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলার সারাই, হারাগাছ, কুর্শা, শহীদবাগ, বালাপাড়া ও টেপামধুপুর ইউপিতে ১ লাখ ৩৭ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁরা ছয়জন চেয়ারম্যান, ১৮ জন সংরক্ষিত নারী সদস্য ও ৫৪ জন সাধারণ সদস্য নির্বাচিত করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও সহিংসতা রোধে পুরো উপজেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছয় ইউপিতে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রসহ পুরো নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন জানান, মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার আওতায় কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের নয়টি এবং হারাগাছ ইউনিয়নের একটি ভোটকেন্দ্র রয়েছে। এই ১০ কেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সাজ্জাদ হোসেন বলেন, ১০ কেন্দ্রে মোট ২৩২ জন পুলিশ, ১৭০ জন আনসার, পাঁচটি ভ্রাম্যমাণ দল, তিনটি স্ট্রাইকিং দল, দুটি স্ট্যান্ডবাই দল ও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিভিন্ন স্থানে পুলিশের চারটি তল্লাশি চৌকি থাকছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ যাতায়াতে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. আশরাফুল আলম জানান, বাকি পাঁচটি ইউনিয়নেও নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আশরাফুল আলম বলেন, কাউনিয়া থানার আওতায় পাঁচটি ইউনিয়নে মোট ৬১ ভোটকেন্দ্র রয়েছে। এসব অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৩২৫ জন পুলিশ সদস্য এবং ১ হাজার ৩৭ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন।

এ ছাড়া ১০টি ভ্রাম্যমাণ দল, পাঁচটি স্ট্রাইকিং দল, একটি স্ট্যান্ডবাই দল ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। সেই সঙ্গে কেন্দ্রের বাইরে টহল পুলিশ, সাদা পোশাকের পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তৎপর থাকছেন বলে সহকারী পুলিশ সুপার জানান।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন বলেন, উপজেলার ছয় ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুই প্লাটুন বিজিবি সদস্য মাঠে টহলে থাকছেন।

ইউএনও তাহমিনা জানান, কোনো কেন্দ্রে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করা চেষ্টা করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত