Ajker Patrika

দেশে ১২.৬ শতাংশ নারী স্তন ক্যানসারে আক্রান্ত

রংপুর প্রতিনিধি
Thumbnail image

বিশ্বজুড়ে স্তন ক্যানসার ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশে ১২ দশমিক ৬ শতাংশ নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং তাঁদের মধ্যে ৭০ শতাংশ এতে মৃত্যুবরণ করছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে স্তন ক্যানসার নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশ সেমিনারটির আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, এ রোগে নারী মৃত্যুর বিষয়টি দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে রোগীদের সচেতনতার অভাব আছে। ক্যানসারে আক্রান্ত হওয়ার তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ে তাঁরা চিকিৎসা নিতে আসছেন বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলোজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের প্রেসিডেন্ট ফ্লোরা শাহীন আক্তার, ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক স্বপন কুমার নাথ ও গাইনি বিশেষজ্ঞ সমর্পিতা ঘোষ তানিয়া।

তৃণমূল পর্যায়ে নারীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে রোগীদের মৃত্যুর হার কমে আসবে বলে জানানো হয় সেমিনারে।

দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর কর কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত