Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৮: ৪৯
এ সপ্তাহের ওটিটি

ফ্রাইডে (বাংলা সিনেমা)
অভিনয়ে: তমা মির্জা, নাসির উদ্দিন খান
দেখা যাবে: বিঞ্জ
গল্পসংক্ষেপ: একটি পরিবারের হঠাৎ করেই দেখা দেয় দ্বন্দ্ব। সম্পর্কের টানাপোড়েনে মানসিক বোধ হারিয়ে ফেলে স্ত্রী। হাতে তুলে নেয় অস্ত্র। খুন করার পর সে ফোন করে পুলিশের জরুরি সেবা নম্বরে। 

গুলমোহর (হিন্দি সিনেমা)
অভিনয়ে: শর্মিলা ঠাকুর, মনোজ বাজপায়ী
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: দিল্লির একটি বাড়িতে ৩১ বছর বাস করা একটি পরিবারের গল্প নিয়ে সিনেমা। চার দিন পর তারা এ শহর ছেড়ে চলে যাবে অন্য শহরে। স্মৃতিময় এই বাড়ির শেষ চার দিনের গল্প নিয়ে তৈরি হয়েছে গুলমোহর। বাত্রা পরিবারের জীবনের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। গুলমোহর দিয়ে দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর। ওটিটিতে এটিই তাঁর প্রথম কাজ। 

তাজ: ডিভাইডেড বাই ব্লাড (হিন্দি সিরিজ) 
অভিনয়ে: ধর্মেন্দ্র, নাসিরউদ্দিন শাহ, রাহুল বোস
দেখা যাবে: জি ফাইভ
গল্প সংক্ষেপ: ১৬ শতকের গল্প। সম্রাট আকবর এবং তাঁর তিন পুত্র সেলিম, মুরাদ ও দানিয়ালের মধ্যে সংঘটিত উত্তরাধিকারের দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। বিপজ্জনক রাজনীতি, কাব্যিক সৌন্দর্য, উত্তাল রোম্যান্স, অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতা আর রক্তপাতে মোড়া ক্ষমতার লড়াইয়ের গল্প। সিরিজটি মুঘল সাম্রাজ্যের সৌন্দর্যের পাশাপাশি রাজবংশের বর্বরতাকে তুলে ধরেছে নির্মোহভাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...