Ajker Patrika

বঙ্গবন্ধু মেধা অন্বেষণে বিভাগের সেরা সামিহা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৬: ০০
বঙ্গবন্ধু মেধা অন্বেষণে বিভাগের সেরা সামিহা

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের বছরের সেরা মেধাবীর স্বীকৃতি পেয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সামিহা রহমান নামের এক স্কুল শিক্ষার্থী। পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে অংশগ্রহণ করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ‘বছরের সেরা মেধাবী’র স্বীকৃতি লাভ করে সে।

পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, সামিহা রহমান উপজেলার সুখিয়া ইউনিয়নের হরশী গ্রামের মতিউর রহমানের মেয়ে ও বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তারের নাতনি। সে পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ‘শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। এতে খ গ্রুপে অংশগ্রহণ করে উপজেলা, জেলা ও ঢাকা বিভাগীয় পর্যায়ে বছরের সেরা মেধাবীর স্বীকৃতি লাভ করে সামিহা রহমান। আগামী ১৭ মে ঢাকায় জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে সামিহা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক বলেন, ‘সামিহা রহমান আমাদের বিদ্যালয়ের গর্ব। সে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আশা করছি জাতীয় পর্যায়েও সে স্বীকৃতি লাভ করবে। তাঁর জন্য সকলের কাছে দোয়া চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত