নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল নিয়ে আন্দোলনে নামার হুমকিতে পিছু হটল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর ফলে আগামী ১ জুলাই থেকে এ নীতিমালা বাস্তবায়ন সম্ভব হবে না। নীতিমালাটি রিভিউ (পর্যালোচনা) করার জন্য একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে বলে ইউজিসির সচিব জানিয়েছেন। ফলে ১ জুলাই থেকে ওই নীতিমালার বাস্তবায়ন শুরু হচ্ছে না।
ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আপত্তির কারণ খতিয়ে দেখতে একটি রিভিউ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, কাল (রোববার) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি হবে। এর ফলে ১ জুলাই থেকে এর বাস্তবায়ন শুরু হবে না।’ তিনি জানান, রিভিউ কমিটির সিদ্ধান্তের পরই নীতিমালাটির বাস্তবায়ন শুরু হবে। নীতিমালায় রিভিউ করার বিধান যুক্ত আছে, সে মোতাবেকই রিভিউ কমিটি করা হচ্ছে।
আন্দোলনের হুমকিতেই ইউজিসি পিছু হটেছে বলে ইউজিসির এক সদস্য স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন, তাই এর আগে কোনো আন্দোলন চায় না সরকার। এ জন্য সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই রিভিউ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বিবৃতিতে আগামী ৯ জুলাইয়ের মধ্যে এটি বাতিল করা না হলে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়।
বিবৃতিতে প্রস্তাবিত এই নীতিমালাকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ঠিক পূর্বমুহূর্তে সরকার ও শিক্ষকদের পরস্পর বিপরীতমুখী অবস্থানে দাঁড় করানোর অপতৎপরতা হিসেবে অভিহিত করা হয়। এতে বলা হয়, মুদ্রাস্ফীতির সঙ্গে জীবনযাত্রার মানের সামঞ্জস্য রাখতে সবাই যখন বেতন-ভাতা বৃদ্ধির জন্য অধীর আগ্রহে দিন গুনছে, তখনই আর্থিক সুবিধা আরও কর্তন করে অভিন্ন আর্থিক নীতিমালা পাস করে ইউজিসি শিক্ষক সমাজের সঙ্গে বিদ্রূপাত্মক আচরণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রাখা হয়নি, যা অনভিপ্রেত। জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করে তোলার কোনো ষড়যন্ত্র কি না, তা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করছে।
এর আগে ১৯ মে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ জানিয়েছিলেন, অভিন্ন আর্থিক নীতিমালা এবং হিসাব ম্যানুয়াল আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে। তিনি বলেছিলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত ও অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করতে অভিন্ন আর্থিক নীতিমালা এবং হিসাব ম্যানুয়াল প্রণয়ন করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।’
জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম ঠেকাতে নীতিমালা করতে ইউজিসি ২০১৯ সালে কমিটি করেছিল। সম্প্রতি নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়। নীতিমালায় মূলত জাতীয় পে-স্কেলের আওতাধীন ব্যয় বাদে সম্মানী, ভাতা ও পারিতোষিকের হার প্রস্তাব করা হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল নিয়ে আন্দোলনে নামার হুমকিতে পিছু হটল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর ফলে আগামী ১ জুলাই থেকে এ নীতিমালা বাস্তবায়ন সম্ভব হবে না। নীতিমালাটি রিভিউ (পর্যালোচনা) করার জন্য একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে বলে ইউজিসির সচিব জানিয়েছেন। ফলে ১ জুলাই থেকে ওই নীতিমালার বাস্তবায়ন শুরু হচ্ছে না।
ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আপত্তির কারণ খতিয়ে দেখতে একটি রিভিউ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, কাল (রোববার) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি হবে। এর ফলে ১ জুলাই থেকে এর বাস্তবায়ন শুরু হবে না।’ তিনি জানান, রিভিউ কমিটির সিদ্ধান্তের পরই নীতিমালাটির বাস্তবায়ন শুরু হবে। নীতিমালায় রিভিউ করার বিধান যুক্ত আছে, সে মোতাবেকই রিভিউ কমিটি করা হচ্ছে।
আন্দোলনের হুমকিতেই ইউজিসি পিছু হটেছে বলে ইউজিসির এক সদস্য স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন, তাই এর আগে কোনো আন্দোলন চায় না সরকার। এ জন্য সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই রিভিউ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বিবৃতিতে আগামী ৯ জুলাইয়ের মধ্যে এটি বাতিল করা না হলে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়।
বিবৃতিতে প্রস্তাবিত এই নীতিমালাকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ঠিক পূর্বমুহূর্তে সরকার ও শিক্ষকদের পরস্পর বিপরীতমুখী অবস্থানে দাঁড় করানোর অপতৎপরতা হিসেবে অভিহিত করা হয়। এতে বলা হয়, মুদ্রাস্ফীতির সঙ্গে জীবনযাত্রার মানের সামঞ্জস্য রাখতে সবাই যখন বেতন-ভাতা বৃদ্ধির জন্য অধীর আগ্রহে দিন গুনছে, তখনই আর্থিক সুবিধা আরও কর্তন করে অভিন্ন আর্থিক নীতিমালা পাস করে ইউজিসি শিক্ষক সমাজের সঙ্গে বিদ্রূপাত্মক আচরণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রাখা হয়নি, যা অনভিপ্রেত। জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করে তোলার কোনো ষড়যন্ত্র কি না, তা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করছে।
এর আগে ১৯ মে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ জানিয়েছিলেন, অভিন্ন আর্থিক নীতিমালা এবং হিসাব ম্যানুয়াল আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে। তিনি বলেছিলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত ও অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করতে অভিন্ন আর্থিক নীতিমালা এবং হিসাব ম্যানুয়াল প্রণয়ন করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।’
জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম ঠেকাতে নীতিমালা করতে ইউজিসি ২০১৯ সালে কমিটি করেছিল। সম্প্রতি নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়। নীতিমালায় মূলত জাতীয় পে-স্কেলের আওতাধীন ব্যয় বাদে সম্মানী, ভাতা ও পারিতোষিকের হার প্রস্তাব করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪