অভিজিৎ পাঠক
২৩ আগস্ট চন্দ্রযান-৩ যখন চাঁদের মাটি স্পর্শ করে, তখনকার মুহূর্তটি ছিল অসাধারণ। নিঃসন্দেহে এটা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের কঠোর পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে। হ্যাঁ, এক অর্থে চাঁদে হাঁটল ভারত। যখন টেলিভিশন উপস্থাপকেরা চন্দ্রজয়ের এ খবর প্রচার করছিলেন ধারাভাষ্যের মতো করে (মনে হচ্ছিল ১০০ মিটার অলিম্পিক রেসের ধারাভাষ্য চলছে), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঐতিহাসিক মুহূর্তটি ধারণ করছিলেন এবং চারদিকে উদ্যাপনের উৎসব চলছিল, তখন আমি কিছুটা দ্বিধা, বিভ্রান্ত এবং অনিশ্চয়তা বোধ করছিলাম। একের পর এক বিরক্তিকর প্রশ্ন আমার মনে হতে লাগল। নিজেকে সন্দেহ করা শুরু করলাম। আমি কি ‘দেশবিরোধী’? আমি কি যথেষ্ট ‘দেশপ্রেমিক’ নই যে এত আনন্দের খবরে রাস্তায় নাচতে পারি, মিষ্টি বিতরণ করতে পারি? তারপরও নীরব থেকে এবং চিন্তাভাবনা করে আমি বিষয়টিতে মনোযোগ দেওয়ার সাহস অর্জন করেছি।
শুরুতে আমি বিজ্ঞান, প্রযুক্তি এবং সমাজ বিষয়ে ভাবতে শুরু করি। এমন নয় যে আমরা মনের মতো প্যারাডক্স নিয়ে বেঁচে আছি। হ্যাঁ, যদিও প্রযুক্তিগত অনেক বিষয় জাদুর মতো মনে হয়, কিন্তু আমাদের রয়েছে এমন একটি সমাজ, যা এখনো নতুন জ্ঞান ও নতুন প্রযুক্তিকে খোলা মনে গ্রহণ করে না।
যদিও ‘বৈজ্ঞানিকতা’ একধরনের হ্রাসবাদী ইতিবাচকতা হতে পারে, যেমন আশিস নন্দী এবং অন্য পণ্ডিতেরা আমাদের মনে করিয়ে দিয়েছেন, এতে অসন্তুষ্টি রয়েছে—চিন্তাভাবনা এবং বিশ্বের সঙ্গে সম্পর্কিত একটি উপায় হিসেবে বিজ্ঞানের মুক্তির সম্ভাবনা হতে পারে না। বিজ্ঞানের এই সমালোচনামূলক বা মানবতাবাদী দিকটিই আমাদের বর্ণপ্রথা, পিতৃতান্ত্রিক গৎবাঁধা ধারণা, ধর্মীয় কুসংস্কার, দুর্নীতিগ্রস্ত পুরোহিতদের হুকুম, এমনকি অভিনব আধ্যাত্মিক শিল্পের লোভনীয় ব্যবসাকে প্রতিরোধ করার জন্য বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও নৈতিক শক্তি দিতে পারে।
রূঢ় বাস্তবতা হলো, এই অজ্ঞতাকে কাটিয়ে ওঠার ও যুক্তির আলো ছড়ানোর উদ্দীপনামূলক কাজটি করতে কখনোই কাউকে দেখা যায়নি। এর জন্য প্রয়োজন ধৈর্য, বুদ্ধিবৃত্তিক সততা এবং সর্বোপরি নীরবে কাজ করার সাহস, এমনকি কোনো ধরনের স্বীকৃতি ছাড়াই। এটি জটিল কোনো বিষয় নয়। আমাদের বেশির ভাগের জন্য, প্রযুক্তিগত চশমা পরে দূরে চলে যাওয়া বরং সহজ, যদিও আমরা বৈজ্ঞানিক চিন্তাভাবনা থেকে দূরে থাকি। দূরে থাকি নতুন আবিষ্কার ও অনুসন্ধানের মাধ্যমে কারও মানসিক বলয়কে প্রসারিত করা থেকে। হ্যাঁ, চমক হিসেবে প্রযুক্তি এবং জীবনযাপনের পথ হিসেবে বিজ্ঞানের মধ্যে একটা ব্যবধান রয়েছে।
আপনার চোখ খুলুন এবং আপনি সর্বত্র এই প্যারাডক্স দেখতে পারেন। ‘অন্যদের’ সম্পর্কে সব ধরনের গোঁড়া বিশ্বাস এবং অনুমানসহ কেউ ‘অতিজাতিবাদী’ টেক-স্যাভি হতে পারেন। তিনি আধুনিক গ্যাজেটগুলো কিনতে ও ব্যবহার করতে পারেন এবং প্রায় তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা, কুসংস্কারপূর্ণ বিশ্বাস ও বিভাজনের বিষাক্ত শব্দভান্ডার ছড়িয়ে দিতে পারেন। একইভাবে ‘টপ-র্যাঙ্কিং’ ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে এমটেক ডিগ্রি থাকা সত্ত্বেও আমাদের তরুণেরা বিয়েসংক্রান্ত কলামগুলোয় সতর্ক দৃষ্টি রাখেন, যৌতুক নেন এবং বর্ণ-গোত্র দেখে বিয়ে করেন। প্রযুক্তিকে ভালোবাসেন বা বিজ্ঞানকে পড়ার বিষয় হিসেবে বেছে নেন শুধু ভালো ক্যারিয়ার গড়ার জন্য। বিজ্ঞানের চেতনাকে হৃদয়ে ধারণ করা অন্য বিষয়।
আসুন, আমরা আরও একটি প্রশ্ন করার সাহস দেখাই। সেটা হচ্ছে, একটি প্রযুক্তিগত দর্শন হিসেবে চন্দ্রযান-৩-এর সাফল্যের রাজনৈতিক সুবিধা-সম্পর্কিত। এটা ভারতের জয়; এটা ভারতের মুহূর্ত; এটি বিশ্বকে দেখাচ্ছে যে মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতি এমনকি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাক্রমশালী শক্তিকেও নত করতে পারে। অন্য কথায়, পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে জয়, জি-২০ জোটে ভারতের সভাপতির মর্যাদা বা নতুন গান ‘আমরা চাঁদে আছি’—এসব কিছুকে রাজনৈতিক শ্রেণি, বিশেষ করে শাসকগোষ্ঠী পেশিবহুল জাতীয়তাবাদের প্রতীকে রূপান্তর করবে।
বার্তাটি পরিষ্কার। গর্ববোধ করুন, মিষ্টি বিতরণ করুন, রাস্তায় নাচুন। জাতির নেতাকে ত্রাণকর্তা হিসেবে পূজা করুন এবং নিরাপদে ভুলে যান যেগুলো আপনার দেশে নতুন স্বাভাবিক হয়ে উঠেছে—সংখ্যালঘুদের ওপর সহিংসতা, গরু রক্ষার নামে মুসলমানদের ওপর হামলা, ঘৃণামূলক বক্তৃতা, যৌতুকের জন্য হত্যা, শিক্ষকবিহীন স্কুল, ক্ষুধা, অপুষ্টি এবং অস্বাস্থ্যকর ও জনাকীর্ণ সরকারি হাসপাতালে মৃত্যুর গন্ধ। এর পরিবর্তে এই ভেবে ভালো বোধ করুন যে ‘ভারতের বিকাশ হচ্ছে’। আমরা যখন উগ্র জাতীয়তাবাদের বক্তৃতায় প্রলুব্ধ হই, তখন আমরা যুক্তি ও চিন্তাভাবনাকে স্থগিত করি। তাই এটা আশ্চর্যের কিছু নয় যে এই অতিজাতীয়তাবাদীদের মধ্যে যাঁরা এই চন্দ্রজয়কে উদ্যাপন করছেন, তাঁরাই আবার কুসংস্কার, ঘৃণা এবং অন্ধ বিশ্বাস দেখে করুণভাবে নীরব থাকেন, যা আমাদের সাংস্কৃতিক ও সামাজিক চিত্রকে কলুষিত ও দূষিত করে।
বিজ্ঞান যদি উন্মুক্ততা-সম্পর্কিত হয়, তাহলে অর্থপূর্ণ বিতর্ক এবং আলোচনায় যুক্ত হওয়ার, অন্যদের কথা শোনার এবং নতুন তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে নিজের অবস্থান পরিবর্তন এবং সংশোধন করার সাহস থাকতে হবে। বিজ্ঞান কি এমন একটি দেশে বিকাশ লাভ করতে পারে, যার ‘জাতীয়তাবাদী’ শিক্ষাবিদেরা দ্বিধা করেন না স্কুলের পাঠ্য থেকে ডারউইনের বিবর্তন তত্ত্ব মুছে ফেলতে? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে গণেশের প্লাস্টিক সার্জারির গল্পগুলো যদি আমাদের গ্রহণ করতে বলা হয়, তাহলে এ দেশে বিজ্ঞানের ভবিষ্যৎ সহজেই অনুমেয়। এ দেশের মধ্যবিত্ত বাবা-মায়েরা চান যে তাঁদের সন্তানেরা কোচিং কারখানার নোট এবং গাইড বই থেকে পদার্থবিদ্যা/ রসায়ন/ জীববিদ্যা/ গণিত পড়ুক, যাতে তারা পরীক্ষায় ভালো ফল করতে পারে এবং ভবিষ্যতে একটি ভালো চাকরি পেতে পারে। তাঁরা আরও চান, তাঁদের সন্তানেরা সব ধরনের সামাজিক রক্ষণশীলতা গ্রহণ করুক। এমন একটি দেশে সত্যিই কি জ্ঞান-বিজ্ঞানের বিকাশ সম্ভব?
হ্যাঁ, এসব কারণে ২৩ আগস্ট আমি রাস্তায় নাচতে পারিনি বা আমি মিষ্টি বিতরণ করতে পারিনি এবং ‘ভারত মাতা কি জয়’ বলতে পারিনি।
(দি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত লেখাটি ইংরেজি থেকে অনূদিত)
লেখক: সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক লেখক
২৩ আগস্ট চন্দ্রযান-৩ যখন চাঁদের মাটি স্পর্শ করে, তখনকার মুহূর্তটি ছিল অসাধারণ। নিঃসন্দেহে এটা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের কঠোর পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে। হ্যাঁ, এক অর্থে চাঁদে হাঁটল ভারত। যখন টেলিভিশন উপস্থাপকেরা চন্দ্রজয়ের এ খবর প্রচার করছিলেন ধারাভাষ্যের মতো করে (মনে হচ্ছিল ১০০ মিটার অলিম্পিক রেসের ধারাভাষ্য চলছে), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঐতিহাসিক মুহূর্তটি ধারণ করছিলেন এবং চারদিকে উদ্যাপনের উৎসব চলছিল, তখন আমি কিছুটা দ্বিধা, বিভ্রান্ত এবং অনিশ্চয়তা বোধ করছিলাম। একের পর এক বিরক্তিকর প্রশ্ন আমার মনে হতে লাগল। নিজেকে সন্দেহ করা শুরু করলাম। আমি কি ‘দেশবিরোধী’? আমি কি যথেষ্ট ‘দেশপ্রেমিক’ নই যে এত আনন্দের খবরে রাস্তায় নাচতে পারি, মিষ্টি বিতরণ করতে পারি? তারপরও নীরব থেকে এবং চিন্তাভাবনা করে আমি বিষয়টিতে মনোযোগ দেওয়ার সাহস অর্জন করেছি।
শুরুতে আমি বিজ্ঞান, প্রযুক্তি এবং সমাজ বিষয়ে ভাবতে শুরু করি। এমন নয় যে আমরা মনের মতো প্যারাডক্স নিয়ে বেঁচে আছি। হ্যাঁ, যদিও প্রযুক্তিগত অনেক বিষয় জাদুর মতো মনে হয়, কিন্তু আমাদের রয়েছে এমন একটি সমাজ, যা এখনো নতুন জ্ঞান ও নতুন প্রযুক্তিকে খোলা মনে গ্রহণ করে না।
যদিও ‘বৈজ্ঞানিকতা’ একধরনের হ্রাসবাদী ইতিবাচকতা হতে পারে, যেমন আশিস নন্দী এবং অন্য পণ্ডিতেরা আমাদের মনে করিয়ে দিয়েছেন, এতে অসন্তুষ্টি রয়েছে—চিন্তাভাবনা এবং বিশ্বের সঙ্গে সম্পর্কিত একটি উপায় হিসেবে বিজ্ঞানের মুক্তির সম্ভাবনা হতে পারে না। বিজ্ঞানের এই সমালোচনামূলক বা মানবতাবাদী দিকটিই আমাদের বর্ণপ্রথা, পিতৃতান্ত্রিক গৎবাঁধা ধারণা, ধর্মীয় কুসংস্কার, দুর্নীতিগ্রস্ত পুরোহিতদের হুকুম, এমনকি অভিনব আধ্যাত্মিক শিল্পের লোভনীয় ব্যবসাকে প্রতিরোধ করার জন্য বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও নৈতিক শক্তি দিতে পারে।
রূঢ় বাস্তবতা হলো, এই অজ্ঞতাকে কাটিয়ে ওঠার ও যুক্তির আলো ছড়ানোর উদ্দীপনামূলক কাজটি করতে কখনোই কাউকে দেখা যায়নি। এর জন্য প্রয়োজন ধৈর্য, বুদ্ধিবৃত্তিক সততা এবং সর্বোপরি নীরবে কাজ করার সাহস, এমনকি কোনো ধরনের স্বীকৃতি ছাড়াই। এটি জটিল কোনো বিষয় নয়। আমাদের বেশির ভাগের জন্য, প্রযুক্তিগত চশমা পরে দূরে চলে যাওয়া বরং সহজ, যদিও আমরা বৈজ্ঞানিক চিন্তাভাবনা থেকে দূরে থাকি। দূরে থাকি নতুন আবিষ্কার ও অনুসন্ধানের মাধ্যমে কারও মানসিক বলয়কে প্রসারিত করা থেকে। হ্যাঁ, চমক হিসেবে প্রযুক্তি এবং জীবনযাপনের পথ হিসেবে বিজ্ঞানের মধ্যে একটা ব্যবধান রয়েছে।
আপনার চোখ খুলুন এবং আপনি সর্বত্র এই প্যারাডক্স দেখতে পারেন। ‘অন্যদের’ সম্পর্কে সব ধরনের গোঁড়া বিশ্বাস এবং অনুমানসহ কেউ ‘অতিজাতিবাদী’ টেক-স্যাভি হতে পারেন। তিনি আধুনিক গ্যাজেটগুলো কিনতে ও ব্যবহার করতে পারেন এবং প্রায় তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা, কুসংস্কারপূর্ণ বিশ্বাস ও বিভাজনের বিষাক্ত শব্দভান্ডার ছড়িয়ে দিতে পারেন। একইভাবে ‘টপ-র্যাঙ্কিং’ ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে এমটেক ডিগ্রি থাকা সত্ত্বেও আমাদের তরুণেরা বিয়েসংক্রান্ত কলামগুলোয় সতর্ক দৃষ্টি রাখেন, যৌতুক নেন এবং বর্ণ-গোত্র দেখে বিয়ে করেন। প্রযুক্তিকে ভালোবাসেন বা বিজ্ঞানকে পড়ার বিষয় হিসেবে বেছে নেন শুধু ভালো ক্যারিয়ার গড়ার জন্য। বিজ্ঞানের চেতনাকে হৃদয়ে ধারণ করা অন্য বিষয়।
আসুন, আমরা আরও একটি প্রশ্ন করার সাহস দেখাই। সেটা হচ্ছে, একটি প্রযুক্তিগত দর্শন হিসেবে চন্দ্রযান-৩-এর সাফল্যের রাজনৈতিক সুবিধা-সম্পর্কিত। এটা ভারতের জয়; এটা ভারতের মুহূর্ত; এটি বিশ্বকে দেখাচ্ছে যে মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতি এমনকি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাক্রমশালী শক্তিকেও নত করতে পারে। অন্য কথায়, পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে জয়, জি-২০ জোটে ভারতের সভাপতির মর্যাদা বা নতুন গান ‘আমরা চাঁদে আছি’—এসব কিছুকে রাজনৈতিক শ্রেণি, বিশেষ করে শাসকগোষ্ঠী পেশিবহুল জাতীয়তাবাদের প্রতীকে রূপান্তর করবে।
বার্তাটি পরিষ্কার। গর্ববোধ করুন, মিষ্টি বিতরণ করুন, রাস্তায় নাচুন। জাতির নেতাকে ত্রাণকর্তা হিসেবে পূজা করুন এবং নিরাপদে ভুলে যান যেগুলো আপনার দেশে নতুন স্বাভাবিক হয়ে উঠেছে—সংখ্যালঘুদের ওপর সহিংসতা, গরু রক্ষার নামে মুসলমানদের ওপর হামলা, ঘৃণামূলক বক্তৃতা, যৌতুকের জন্য হত্যা, শিক্ষকবিহীন স্কুল, ক্ষুধা, অপুষ্টি এবং অস্বাস্থ্যকর ও জনাকীর্ণ সরকারি হাসপাতালে মৃত্যুর গন্ধ। এর পরিবর্তে এই ভেবে ভালো বোধ করুন যে ‘ভারতের বিকাশ হচ্ছে’। আমরা যখন উগ্র জাতীয়তাবাদের বক্তৃতায় প্রলুব্ধ হই, তখন আমরা যুক্তি ও চিন্তাভাবনাকে স্থগিত করি। তাই এটা আশ্চর্যের কিছু নয় যে এই অতিজাতীয়তাবাদীদের মধ্যে যাঁরা এই চন্দ্রজয়কে উদ্যাপন করছেন, তাঁরাই আবার কুসংস্কার, ঘৃণা এবং অন্ধ বিশ্বাস দেখে করুণভাবে নীরব থাকেন, যা আমাদের সাংস্কৃতিক ও সামাজিক চিত্রকে কলুষিত ও দূষিত করে।
বিজ্ঞান যদি উন্মুক্ততা-সম্পর্কিত হয়, তাহলে অর্থপূর্ণ বিতর্ক এবং আলোচনায় যুক্ত হওয়ার, অন্যদের কথা শোনার এবং নতুন তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে নিজের অবস্থান পরিবর্তন এবং সংশোধন করার সাহস থাকতে হবে। বিজ্ঞান কি এমন একটি দেশে বিকাশ লাভ করতে পারে, যার ‘জাতীয়তাবাদী’ শিক্ষাবিদেরা দ্বিধা করেন না স্কুলের পাঠ্য থেকে ডারউইনের বিবর্তন তত্ত্ব মুছে ফেলতে? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে গণেশের প্লাস্টিক সার্জারির গল্পগুলো যদি আমাদের গ্রহণ করতে বলা হয়, তাহলে এ দেশে বিজ্ঞানের ভবিষ্যৎ সহজেই অনুমেয়। এ দেশের মধ্যবিত্ত বাবা-মায়েরা চান যে তাঁদের সন্তানেরা কোচিং কারখানার নোট এবং গাইড বই থেকে পদার্থবিদ্যা/ রসায়ন/ জীববিদ্যা/ গণিত পড়ুক, যাতে তারা পরীক্ষায় ভালো ফল করতে পারে এবং ভবিষ্যতে একটি ভালো চাকরি পেতে পারে। তাঁরা আরও চান, তাঁদের সন্তানেরা সব ধরনের সামাজিক রক্ষণশীলতা গ্রহণ করুক। এমন একটি দেশে সত্যিই কি জ্ঞান-বিজ্ঞানের বিকাশ সম্ভব?
হ্যাঁ, এসব কারণে ২৩ আগস্ট আমি রাস্তায় নাচতে পারিনি বা আমি মিষ্টি বিতরণ করতে পারিনি এবং ‘ভারত মাতা কি জয়’ বলতে পারিনি।
(দি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত লেখাটি ইংরেজি থেকে অনূদিত)
লেখক: সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক লেখক
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫