রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর একটি সড়কে জেব্রা ক্রসিং থাকলেও চলাচলের কোনো পথ নেই। চার লেনের সড়কটির মধ্যে সড়ক বিভাজকে বেড়া থাকায় জেব্রা ক্রসিং দিয়ে চলাচল সম্ভব নয়। দুই দিন ধরে এই জেব্রা ক্রসিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
গত শুক্রবার সকাল ১০টায় মাহফুজ আরেফিন নামের এক ব্যক্তি ৫০ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে দেন। গতকাল রোববার বেলা আড়াইটা পর্যন্ত ২ লাখ ৩০ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। ৩ হাজার ৭০০ মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫০০ জনই দিয়েছেন ‘হা হা’ রিঅ্যাক্ট।
ভিডিওটি রাজশাহী শহরের শিরোইল থেকে ভদ্রা সড়কের একটি স্থানের। রোববার শিরোইল এলাকায় গিয়ে এই জেব্রা ক্রসিং দেখা গেছে। জেব্রা ক্রসিংয়ের এক পাশে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিপার্টমেন্টের শাখা। এর সামনে সড়ক বিভাজকের দুই পাশেই জেব্রা ক্রসিং আছে। কিন্তু সড়ক বিভাজক বন্ধ রয়েছে লোহার পাতের বেড়া দিয়ে। এর ভেতরে ছোট ছোট গাছও লাগানো আছে। ফলে চলাচল সম্ভব নয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়নি কবে এই জেব্রা ক্রসিং করা হয়েছে। কারা এটি করেছে সেটিও কেউ বলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিও দেখার পর আমিও জেব্রা ক্রসিংটি দেখে এসেছি। এটা আমরা করিনি। দেখে মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী এঁকে দিয়েছেন। পাশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এটির ব্যাপারে কিছু জানাতে পারছে না। তাদের জেব্রা ক্রসিং দরকার হলে তো আমরাই করে দিতাম।’
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিভাগের প্রোগ্রাম অফিসার মো. নুরুজ্জামান বলেন, ‘এ ধরনের জেব্রা ক্রসিং আমাদের করার তো প্রশ্নই ওঠে না। কারা করেছে আমরাও বলতে পারব না।’
রাজশাহীর একটি সড়কে জেব্রা ক্রসিং থাকলেও চলাচলের কোনো পথ নেই। চার লেনের সড়কটির মধ্যে সড়ক বিভাজকে বেড়া থাকায় জেব্রা ক্রসিং দিয়ে চলাচল সম্ভব নয়। দুই দিন ধরে এই জেব্রা ক্রসিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
গত শুক্রবার সকাল ১০টায় মাহফুজ আরেফিন নামের এক ব্যক্তি ৫০ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে দেন। গতকাল রোববার বেলা আড়াইটা পর্যন্ত ২ লাখ ৩০ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। ৩ হাজার ৭০০ মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫০০ জনই দিয়েছেন ‘হা হা’ রিঅ্যাক্ট।
ভিডিওটি রাজশাহী শহরের শিরোইল থেকে ভদ্রা সড়কের একটি স্থানের। রোববার শিরোইল এলাকায় গিয়ে এই জেব্রা ক্রসিং দেখা গেছে। জেব্রা ক্রসিংয়ের এক পাশে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিপার্টমেন্টের শাখা। এর সামনে সড়ক বিভাজকের দুই পাশেই জেব্রা ক্রসিং আছে। কিন্তু সড়ক বিভাজক বন্ধ রয়েছে লোহার পাতের বেড়া দিয়ে। এর ভেতরে ছোট ছোট গাছও লাগানো আছে। ফলে চলাচল সম্ভব নয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়নি কবে এই জেব্রা ক্রসিং করা হয়েছে। কারা এটি করেছে সেটিও কেউ বলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিও দেখার পর আমিও জেব্রা ক্রসিংটি দেখে এসেছি। এটা আমরা করিনি। দেখে মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী এঁকে দিয়েছেন। পাশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এটির ব্যাপারে কিছু জানাতে পারছে না। তাদের জেব্রা ক্রসিং দরকার হলে তো আমরাই করে দিতাম।’
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিভাগের প্রোগ্রাম অফিসার মো. নুরুজ্জামান বলেন, ‘এ ধরনের জেব্রা ক্রসিং আমাদের করার তো প্রশ্নই ওঠে না। কারা করেছে আমরাও বলতে পারব না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫