সুনামগঞ্জ প্রতিনিধি
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে সুনামগঞ্জের মাঠের চিত্র ভিন্ন, বেশির ভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। হাটবাজার, দোকানপাট, রেস্তোরাঁ সর্বত্র মানুষের জটলা। সব জায়গাতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। অনেকে মানছেন না সামাজিক দূরত্বও।
এদিকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন মাঠে সক্রিয় থাকলেও অভিযান চালাতে দেখা যাচ্ছে না। হোটেল-রেস্তোরাঁয় টিকা সনদ দেখানোর বাধ্যবাধকতা থাকলেও কেউ তা মানছে না।
সভা-সমাবেশ ও জনসমাগম না করতেও সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু সুনামগঞ্জে তা মানা হচ্ছে না। প্রতিদিনই মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। তাঁদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি উপেক্ষিত।
এর মধ্যে তাহিরপুরে আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রতিদিনই চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সমর্থনে মিছিল-মিটিং চালিয়ে যাচ্ছেন। এতে করে ওমিক্রন ছড়িয়ে যাওয়ার শঙ্কা করছেন সচেতন মহল। উপজেলার ৭টি ইউনিয়নেই প্রতিদিন প্রায় শতাধিক প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল মিটিং সমাবেশ করেই যাচ্ছে দিন থেকে রাত অব্ধি।
৩১ জানুয়ারি জেলার দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। মিছিল মিটিং করছেন প্রার্থীরা। নির্বাচনের উত্তাপে ভুলতে বসেছেন বিধিনিষেধ।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সুন্দরবন গ্রামের আব্দুল আলী বলেন, ‘বর্তমানে করোনার নতুন ধরনে নাকাল জনজীবন। কিন্তু আমাদের উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে যেভাবে লোক সমাগম হচ্ছে এতে বোঝারই উপায় নেই দেশে করোনা আছে।’
সদর উপজেলার জাহাঙ্গীর হোসেন বলেন, প্রশাসন থেকে আরও বেশি কঠোর হওয়া দরকার। তা না হলে ওমিক্রন ভয়বহ হয়ে উঠবে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন, ‘সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি। এর পরেও স্বাস্থ্যবিধি মেনে না চললে চলতি সপ্তাহ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।’
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে সুনামগঞ্জের মাঠের চিত্র ভিন্ন, বেশির ভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। হাটবাজার, দোকানপাট, রেস্তোরাঁ সর্বত্র মানুষের জটলা। সব জায়গাতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। অনেকে মানছেন না সামাজিক দূরত্বও।
এদিকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন মাঠে সক্রিয় থাকলেও অভিযান চালাতে দেখা যাচ্ছে না। হোটেল-রেস্তোরাঁয় টিকা সনদ দেখানোর বাধ্যবাধকতা থাকলেও কেউ তা মানছে না।
সভা-সমাবেশ ও জনসমাগম না করতেও সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু সুনামগঞ্জে তা মানা হচ্ছে না। প্রতিদিনই মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। তাঁদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি উপেক্ষিত।
এর মধ্যে তাহিরপুরে আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রতিদিনই চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সমর্থনে মিছিল-মিটিং চালিয়ে যাচ্ছেন। এতে করে ওমিক্রন ছড়িয়ে যাওয়ার শঙ্কা করছেন সচেতন মহল। উপজেলার ৭টি ইউনিয়নেই প্রতিদিন প্রায় শতাধিক প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল মিটিং সমাবেশ করেই যাচ্ছে দিন থেকে রাত অব্ধি।
৩১ জানুয়ারি জেলার দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। মিছিল মিটিং করছেন প্রার্থীরা। নির্বাচনের উত্তাপে ভুলতে বসেছেন বিধিনিষেধ।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সুন্দরবন গ্রামের আব্দুল আলী বলেন, ‘বর্তমানে করোনার নতুন ধরনে নাকাল জনজীবন। কিন্তু আমাদের উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে যেভাবে লোক সমাগম হচ্ছে এতে বোঝারই উপায় নেই দেশে করোনা আছে।’
সদর উপজেলার জাহাঙ্গীর হোসেন বলেন, প্রশাসন থেকে আরও বেশি কঠোর হওয়া দরকার। তা না হলে ওমিক্রন ভয়বহ হয়ে উঠবে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন, ‘সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি। এর পরেও স্বাস্থ্যবিধি মেনে না চললে চলতি সপ্তাহ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪