Ajker Patrika

দাকোপে ধানের হাট জমজমাট, খুশি চাষি

দাকোপ প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২: ০৩
দাকোপে ধানের হাট জমজমাট, খুশি চাষি

দাকোপের বিভিন্ন হাটবাজারে উঠতে শুরু করেছে আমন ধান। এবার ধানের দাম ভালো। এতে সন্তুষ্ট চাষিরা। দাকোপে জমজমাট এ ধানের হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ধান কিনতে এসেছে।

সূত্রে জানা গেছে, পৌষ মাসের প্রথম থেকে কৃষকের ঘরে আমন ধান ওঠা শুরু হয়। আর মাঘ মাসের ১৫ তারিখ নাগাদ শেষ হয়। এ সময় কৃষকেরা ধান কাটা ও মাড়াইতে ব্যস্ত হয়ে পড়েন। পরে সেই ধান বিক্রির জন্য নেওয়া হয় দাকোপের বিভিন্ন হাটবাজারে।

প্রথম দিকে বাজারে তুলনামূলক কম ধান ওঠে। তখন দাম একটু বেশি পায় কৃষক। এ বছর ধানের দাম অন্যান্য বছরের তুলনায় একটু বেশি হওয়ায় বাজারে অনেক ধান এসেছে। ধান বিক্রয়ের জন্য দাকোপে রয়েছে বেশ কয়েকটি হাট।

সরেজমিন উপজেলার চালনা ধানের হাটে গিয়ে দেখা গেছে, বাজারে অন্যান্য বছরের তুলনায় অনেক ধান উঠেছে। ক্রেতাও এসেছে অনেক। দাকোপের হাটগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকে এ মৌসুমে ধান কিনতে এসেছেন অনেক ব্যবসায়ী। তাঁরা ধান কেনার চেষ্টা করছেন। এদিকে ধান বিক্রয় করতে এসেছেন চালনা, পানখালী, তিলডাঙ্গা, বাজুয়া, কৈলাসগঞ্জ, লাউডোব, বানিশান্তা, দাকোপ, কামারখোলা ও সুতারখালি থেকে আসা কৃষকেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সপ্তাহে চালনা বাজারে ইরি ধান তিরিশ জাত বিক্রি হচ্ছে প্রতিমণ ১০০০ থেকে ১০২০ টাকা, তেইশ ধান প্রতিমণ ৯০০ থেকে ৯২০ টাকা, চিনিকানাই ধান প্রতিমণ ১৭০০ থেকে ১৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

আমন ধান বিক্রয় করতে আসা বাজুয়া এলাকার কৃষক প্রভাস থান্দার বলেন, ৫ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। এ বছর ধানের ফলন মোটামুটি ভাল। দাম অন্যান্য বছরের তুলনায় বেশি পেয়েছি। সব মিলিয়ে ভাল দামে ধান বিক্রি করতে পেরে খুশি তিনি।

চালনা পৌরসভা এলাকার কৃষক শিবপদ অধিকারী বলেন, এ বছর ১০ বিঘা জমিতে আমন ধান চাষ করছি। বীজ, সার ও শ্রমিকের দাম বেশি থাকায় খরচ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। তার ওপর বৃষ্টিতে বীজতলা তলিয়ে অনেক ক্ষতি হয়েছে। তবে পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন বেশ ভাল হয়েছে। বাজারে ধানের দাম ভাল পেয়ে সন্তুষ্ট তিনি।

টেকেরহাট থেকে ধান কিনতে আসা ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, আজ বাজারে ইরি ধান তিরিশ বিক্রি হচ্ছে প্রতিমণ ১০২ থেকে ১০৩০ টাকা, তেইশ ধান প্রতিমণ ৯৩০ থেকে ৯৪০ টাকা, চিনিকানাই ধান প্রতিমণ ১৭০০ থেকে ১৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এ বছর ধানের বাজার চড়া। গত বছরের তুলনায় এ বছর ধানের দাম বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত