Ajker Patrika

সৈয়দপুরে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৩১
সৈয়দপুরে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে ফিল্মি স্টাইলে ডিম ব্যবসায়ীর দুই লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের ওয়াপদা রেলওয়ে ঘুন্টির কাছে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস্ স্টোরের ডিম সংগ্রহে পিকআপের ড্রাইভার মো. আব্দুল বারেক এবং সহকারী মো. আতিকুল ইসলাম ও আশফাকুল আলম রোববার সকাল সাড়ে আটটার দিকে গাড়ি নিয়ে লালমনিরহাটে পাটগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় তাঁরা পিকআপটি বাইপাস সড়কের ওয়াপদা রেলওয়ে ঘুন্টির কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পেছন থেকে এসে গাড়ির গতিরোধ করে। পরে তাঁরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভারের বুকে পিস্তল ঠেকিয়ে গাড়িতে থাকা ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, সকাল থেকে জেলা সদরের একটি জরুরি সভায় আছি। তাই ছিনতাইয়ের এমন ঘটনা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে গত ২২ নভেম্বর শহরের সৈয়দপুর-পার্বতীপুর রোড়ের কদমতলী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একই ডিম ব্যবসায়ীর পিকআপ থেকে ৬১ হাজার ৫শ টাকা ছিনতাই হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত